Novak Djokovic

নতুন সংস্থা নিয়ে রাফা-রজার বনাম জোকার সংঘাত

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৪:১৭
Share:

তৃপ্ত: ফাইনালে রাওনিচকে হারিয়ে ট্রফিতে চুম্বন জোকোভিচের। রয়টার্স

প্রথম সেট হেরেও ট্রফি জিত‌লেন নোভাক জোকোভিচ। মিয়োস রাওনিচকে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের ফাইনালে ১-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে। একইসঙ্গে সার্বিয়ান মহাতারকা পড়লেন রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের তোপের মুখে। খেলোয়াড়দের জন্য জোকোভিচের নতুন সংস্থা গড়ার প্রস্তাবে সায় দিলেন না নাদালরা। উল্টে অভিযোগ করলেন, এটা করায় খেলোয়াড়দের একতা নষ্ট হবে। এটিপি প্লেয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে নতুন সংস্থা তৈরি করছেন জোকোভিচ। তাঁর দাবি, নতুন সংস্থা আদৌ কোনও ইউনিয়ন নয়। সংস্থার নামকরণ করা হয়েছে, দ্য প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। শুরুতে সেখানে যুগ্ম ভাবে প্রেসিডেন্ট পদে থাকছেন জোকোভিচ ও বাসেক পসপিসিল।

Advertisement

জোকোভিচের উদ্যোগের সরাসরি বিরোধিতা করে টুইটারে নাদাল লিখেছেন, ‘‘গোটা বিশ্বে এখন কঠিন সময়। পরিস্থিতি খুবই জটিল। ব্যক্তিগত ভাবে মনে করি, এই সময়টায় সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে। বিচ্ছিন্নতা নয়, এটা একসঙ্গে একই লক্ষ্যে কাজ করার সময়।’’ যোগ করেছেন, ‘‘ঐক্যবদ্ধ থাকলে টেনিসে এখনও অনেক বড় কাজ করা সম্ভব। খেলোয়াড়, আয়োজক, প্রশাসক— সবাই মিলে এগোতে হবে। এখন বিভেদ, বিচ্ছিন্নতাটা সমাধান নয়।’’ কোর্টে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও ফেডেরার টুইটারে নাদালের মন্তব্যই তুলে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘‘এখন অনিশ্চিত একটা সময় যাচ্ছে। সামনে অনেক পরীক্ষা। সংকটময় এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ঐক্যবদ্ধ থাকতেই হবে। যাতে দুঃসময় কাটিয়ে ঠিক রাস্তায় এগোতে পারি।’’

শুধু নাদাল-রজার নন। টেনিস মহলে বলাবলি হচ্ছে, জোকোভিচ যুক্তরাষ্ট্র ওপেনের ঠিক আগে খেলায় রাজনীতি আমদানি করলেন। পুরুষদের এক নম্বর তারকার প্রস্তাবের বিরোধিতা করেছে এটিপি ও ডব্লিটিএ। গ্র্যান্ড স্ল্যামের আয়োজকরাও জোকোভিচকে সমর্থন করেনি। তারা যৌথ বিবৃতিতে বলেছে, ‘‘বিভাজন নয়। এখন একতাবদ্ধ থাকার সময়।’’ নতুন সংস্থা নিয়ে আপত্তি না থাকলেও অ্যান্ডি মারের বক্তব্য, ‘‘শুধু পুরুষদের জন্য এই উদ্যোগ কেন? মহিলাদেরও সঙ্গে রাখা দরকার। তা হলেই একমাত্র শক্তিশালী বার্তা দেওয়া যাবে।’’

Advertisement

আরও পড়ুন: উদ্বেগের চেন্নাইয়ে রায়নার পরিবর্ত নিয়ে ভাবনা শুরু

জোকোভিচের নিজের বক্তব্য, ‘‘সব প্রশ্নের উত্তর এখনও আমাদের কাছে নেই। আমরা শুধু বোঝার চেষ্টা করছি মোট কত জন খেলোয়াড় এই উদ্যোগে যুক্ত হতে পারেন। সেটা বুঝেই কাজ শুরু করতে হবে।’’ রজার ও নাদালের বিরোধিতা করা প্রসঙ্গে মন্তব্য, ‘‘অবশ্যই রজার ও রাফাকে বোর্ডে পেলে খুশি হব। সবাইকেই আমরা চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement