যথেষ্ট বিশ্রাম নিয়েছি: ফেডেরার

রাফায়েল নাদালের তিন বছর পরে ফরাসি ওপেনে প্রত্যাবর্তনই হয়তো আরও উস্কে দিল সুইস কিংবদন্তির বিশ্রাম কাটিয়ে কোর্টে ফেরা। গত বছর ছ’মাস হাঁটুর চোটে ছিটকে যাওয়ার পরে চলতি মরসুমে প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ১৪:০০
Share:

আবির্ভাব: তরতাজা রজার ফেডেরারের নতুন রূপ। এএফপি

বিশ্রামের সময় শেষ। এ বার কোর্টে নামার তর সইছে না রজার ফেডেরারের।

Advertisement

কয়েক ঘণ্টা আগেই রাফায়েল নাদালকে দশ নম্বর ফরাসি ওপেন জেতার জন্য সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘অবিশ্বাস্য কৃতিত্ব।’ তার পরপরই এটিপি-র সরকারি ওয়েবসাইটকে তাঁর কোর্টে ফেরা নিয়ে বলেন, ‘‘প্রচুর বিশ্রাম হয়েছে। এখন আমি প্র্যাকটিস বিশ্ব চ্যাম্পিয়ন। সেটাই থাকতে চাই না। টুর্নামেন্টে নেমে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।’’

রাফায়েল নাদালের তিন বছর পরে ফরাসি ওপেনে প্রত্যাবর্তনই হয়তো আরও উস্কে দিল সুইস কিংবদন্তির বিশ্রাম কাটিয়ে কোর্টে ফেরা। গত বছর ছ’মাস হাঁটুর চোটে ছিটকে যাওয়ার পরে চলতি মরসুমে প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ফেডেরার। তার পরেই ঘোষণা করেছিলেন ক্লে কোর্ট মরসুমে তিনি নামছেন না এ বার। বিশ্রাম নেবেন। তাঁর পরে শুরু হবে তাঁর প্রিয় উইম্বলডনের প্রস্তুতি।

Advertisement

তাঁর অনুপস্থিতিতে চারটে ক্লে কোর্ট টুর্নামেন্ট জিতেছেন নাদাল। ফরাসি ওপেনে বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন। ফেডেরার যে জন্য প্রতিদ্বন্দ্বীকে নিয়ে সটান বলেই দিচ্ছেন, ‘‘রাফা যে রকম খেলছে এ মরসুমে বিশ্বের এক নম্বর হিসেবে শেষ করতে পারে। ওর জন্য এখন সবচেয়ে জরুরি হল চোটমুক্ত থাকাটা।’’

আর তাঁর নিজের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?

আরও পড়ুন: বাংলাদেশে ক্রিকেট এখন সকলের স্বপ্ন

ফেডেরার বলেন, ‘‘আমায় আবার জয়ের রাস্তায় ফিরতে হবে। মায়ামিতে যেখানে শেষ করেছিলাম বিশ্রাম নেওয়ার আগে, সেখান থেকে শুরু করতে হবে। আমার পরের টুর্নামেন্ট হতে চলেছে স্টুটগার্ট।’’

অবশ্য শুধু নাদালই নয়, মরসুমের দ্বিতীয় ভাগে অ্যান্ডি মারে, নোভাক জকোভিচ, কেই নিশিকোরি আর স্ট্যান ওয়ারিঙ্কাও আরও ভাল পারফর্ম করবেন আর লড়াইটা আরও জমে যাবে বলে মনে করেন ফেডেরার। ‘‘মারে, জকোভিচ, নিশিকোরি, রাওনিচ, জেরেভ, কিরিয়স, স্ট্যান—সবাই মরসুমের দ্বিতীয়ার্ধে নিজেদের সেরা টেনিস খেলবে বলেই আমার বিশ্বাস। এটিপি ট্যুরে মরসুমের শেষে কে এগিয়ে থাকবে সেই লড়াইটা দুরন্ত হবে মনে হচ্ছে।’’

স্টুটগার্টে বুধবার ফেডেরারের প্রথম প্রতিপক্ষ ফ্রান্সের পিয়ের হার্বার্ট বনাম জার্মানির টমি হাসের মধ্যে লড়াইয়ে যে জিতবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement