Roger Federer

‘তোমার এটা প্রাপ্য’, তাঁর রেকর্ড স্পর্শ করায় নাদালকে অভিনন্দন ফেডেরারের

রবিবার ফরাসি ওপেন দাপটে জিতে নাদাল স্পর্শ করেছেন ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১১:১৬
Share:

নাদালকে কঠিনতম প্রতিদ্বন্দ্বী বলে চিহ্নিত করলেন ফেডেরার। —ফাইল চিত্র।

২০ গ্র্যান্ড স্ল্যাম ক্লাবে রাফায়েল নাদালকে স্বাগত জানালেন রজার ফেডেরার

Advertisement

রবিবার ফরাসি ওপেন দাপটে জিতে নাদাল স্পর্শ করেছেন ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ডকে। আর সেই পথে একটা সেটও হারাননি স্পেনীয় বাঁহাতি।

এর পরই টুইটে নাদালকে অভিনন্দন জানান ফেডেরার। লেখেন, ‘এক জন মানুষ ও এক জন চ্যাম্পিয়ন হিসেবে বন্ধু রাফার প্রতি সর্বাধিক শ্রদ্ধা রয়েছে। অনেক বছর ধরে ও-ই আমার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী। আমার বিশ্বাস, আরও ভাল খেলোয়াড় হয়ে ওঠার জন্য একে অপরকে তাগিদ জুগিয়েছি আমরা। ২০তম গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য ওকে অভিনন্দন জানাতে তাই সম্মানিত বোধ করছি’।

Advertisement

আরও পড়ুন: ফরাসি ওপেন জিতে ফেডেরারকে ছুঁলেন নাদাল

আরও পড়ুন: ইরাকের ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিককারী কার্লটন চ্যাপম্যান আর নেই, ময়দানে শোকের ছায়া​

এই নিয়ে ১৩ বার ফরাসি ওপেন জিতলেন নাদাল। সেই প্রসঙ্গ টেনে এনে ফেডেরার লিখেছেন, ‘অবিশ্বাস্য ভাবে ১৩ বার ও রোলা গ্যাঁরোয় জিতেছে। যা খেলাধূলার জগতে দুর্দান্ত কীর্তিগুলোর মধ্যে পড়ে। আমি ওর টিমকেও অভিনন্দন জানাচ্ছি। কারণ, একা একা এই সাফল্য আসে না। আশা করছি, আমাদের দু’জনের সফরের কাছেই ২০ একটা সংখ্যা। ওয়েল ডান রাফা, তোমার এটা প্রাপ্যই’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement