roger federer

ব্যর্থতা ঝেড়ে ফেলে ৪০-এও উইম্বলডন জেতার ব্যাপারে আশাবাদী ফেডেরার

কোভিডের কারণে এবার ফিজিও ও প্রশিক্ষক ছাড়া কাউকেই সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৭:৩৮
Share:

ফাইল চিত্র।

৪০ বছর বয়সেও নিজের নবম উইম্বলডন জেতার ব্যাপারে আশাবাদী রজার ফেডেরার। ঘাসের কোর্টে সবসময়ই জ্বলে ওঠেন তিনি। তবে গত দেড় বছরে মাত্র কয়েকটা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফেডেরার। গত সপ্তাহে হ্যালে কানাডার তরুণ ফেলিক্সের কাছে হারের পর এখনও তা নিয়ে হতাশ ফেডেরার।

Advertisement

ভুলের পুনরাবৃত্তি আর হবে না জানিয়ে ফেডেরার বলেন, ‘‘আমি উইম্বলডন নিয়ে শুধু তৈরি নয়, ভীষণ উত্তেজিতও। আমার মনে হয় আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে আমি অনেক ভাল খেলতে পারব। এখন আমার লক্ষ্য ভাল শুরু করা। ধাপে ধাপে নিজেকে আরও শক্তিশালী করা। সেটা হলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’’

প্রত্যেক বছরই পরিবারের সদস্যদের নিয়ে উইম্বলডন খেলতে আসেন ফেডেরার। তবে কোভিডের কারণে এবার ফিজিয়ো ও প্রশিক্ষক ছাড়া কাউকেই সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিচ্ছেন তিনি। ফেডেরার বলেন, ‘‘সুরক্ষা বলয়ের জীবন একেবারেই আলাদা। প্রথম কিছুদিন অসুবিধা হয় সবটা বুঝে নিতে।’’

Advertisement

গত বছরগুলি থেকে এবার যে একেবারে আলাদা, তা মেনে নিচ্ছেন তিনি। ফেডেরার বলেন, ‘‘আমি পরিবারের সকলের সঙ্গে গত ২০ বছর ধরে আসছি। তবে এবার আসার পর থেকেই অনেক কিছুই আলাদা দেখতে পাচ্ছি। আমি যদিও খুশি যে আমি খেলতে পারছি। আমার অভিযোগ নেই। বরং মনে হয় উইম্বলডনের সুরক্ষা বলয় সবচেয়ে ভাল।’’

২০১৯ সালে জোকোভিচের কাছে ফাইনালে হারতে হয়েছিল ফেডেরারকে। ষষ্ঠ বাছাই ফেডেরার মঙ্গলবার তাঁর প্রথম রাউন্ডের খেলা শুরু করবেন আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement