Roger Federer

পয়া উইম্বলডনে নতুন রেকর্ড ফেডেরারের

এই সাফল্যের পরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে তাঁর কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ২৩:৫৪
Share:

নতুন রেকর্ড গড়ার মুখে রজার ফেডেরার। ছবি: এএফপি

উইম্বলডনের শুরুতেই আরও এক বার প্রমাণ হয়ে গেল কেন গ্রাস কোর্টের রাজা বলা হয় টেনিস কিংবদন্তি রজার ফেডেরারকে। মঙ্গলবার ২০১৭ উইম্বলডনে নিজের প্রথম ম্যাচে, ইউক্রেনের প্রতিপক্ষ আলেকজান্ডার ডলগোপলভকে হারিয়ে সর্বাধিক ৮৫টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন রজার।

Advertisement

তবে, এ দিন ফেডেরার জিতলেও তা ছিল নিয়ম সাপেক্ষ। ম্যাচের মাঝ পথেই চোটের কারণে ছিটকে যান আলেকজান্ডার। রজারের পক্ষে সে সময় ম্যাচের ফল ছিল ৬-৩ এবং ৩-০। পরে ম্যাচে আর ফিরতে না পারায় বিজয়ী ঘোষণা করা হয় ফেডেরারকে।

আরও পড়ুন: আদর্শকে পেয়ে ভুলতে চাইলেন ভারতের কাছে হারের জ্বালা!

Advertisement

এত দিন ৮৪টি ম্যাচ জিতে জিমি কনরের সঙ্গে যুগ্ম ভাবে রেকর্ড ছিল রজার ফেডেরারের। এই সাফল্যের পরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে থাকে তাঁর কাছে।

অন্য দিকে, অনামী প্রতিপক্ষ ড্যানিল মেডভেডেভের কাছে হেরে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান আর এক টেনিস তারকা স্তেনিসলাস ওয়ারিঙ্কা। ওয়ারিঙ্কার বিরুদ্ধে খেলার ফল ছিল ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement