ভোর পাঁচটা পর্যন্ত চ্যাম্পিয়ন্স ডিনার পার্টি ফেডেরারের

ভোর পাঁচটা পর্যন্ত পার্টি করার পরে শুতে গিয়েছিলেন তিনি। এবং, সোমবার যখন ঘুম ভাঙে, তখন ভুলে গিয়েছিলেন আগের রাতে পার্টিতে কী হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৩:১২
Share:

উইম্বলডন জেতার পরে চ্যাম্পিয়ন্স ডিনারে ঠিক কী হয়েছিল, তা এখন ভুলে গিয়েছেন রজার ফেডেরার। ভোর পাঁচটা পর্যন্ত পার্টি করার পরে শুতে গিয়েছিলেন তিনি। এবং, সোমবার যখন ঘুম ভাঙে, তখন ভুলে গিয়েছিলেন আগের রাতে পার্টিতে কী হয়েছে।

Advertisement

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডেরার বলেছেন, ‘‘রকস্টারের মতো পার্টি করলাম।’’ কী করেছেন সেই পার্টিতে? টেনিস কিংবদন্তি বলেছেন, ‘‘আমি সম্ভবত নানা রকমের পানীয় খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেছিলাম। আমার মাথা ঝিমঝিম করছে। গত কাল রাতে কী করেছি, সব ভুলেই গিয়েছি।’’ তার পরে একটু ভেবে বলেন, ‘‘নাচের পরে আমরা বোধহয় একটু বার-এ গিয়েছিলাম। ৩০-৪০ জন বন্ধু সঙ্গে ছিল। দারুণ মজা হয়েছে। ভোরবেলা শুতে যাই। সকালে ওঠার পরে অবশ্য শরীরটা খুব একটা ভাল লাগছে না।’’

তবে যত আগের দিনের সেন্টার কোর্টের ঘটনা মনে পড়ছে ফেডেরারের, তত শরীর-মন ভাল হতে শুরু করেছে! ট্রফি পাশে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। এ বার কি আপনি কুড়ি নম্বর গ্র্যান্ড স্ল্যাম বা দশ নম্বর উইম্বলডনের জন্য ঝাঁপাবেন? ফেডেরারের জবাব, ‘‘আমি এখন এই জয়টা উপভোগ করতে চাই। আমি কখনও কোনও সংখ্যার উপরে নজর দিই না। ১৭ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জেতার পরে খুশি ছিলাম। ওটা খুব ভাল সংখ্যা ছিল। তার পরে ১৮ আর ১৯ নম্বরটাও আমার খুব পছন্দের।’’

Advertisement

আরও পড়ুন: ক্রিকেটের পঞ্চকন্যা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement