Feliciano Lopez

ইউএস ওপেনের প্রি কোয়ার্টারে ফেডেরার, নাদাল

রজারর স্ট্রেট সেটে প্রতিপক্ষকে হারালেও, স্ট্রেট সেটে ম্যাচ বার করতে ব্যর্থ হন তাঁর অন্যতম প্রতিপক্ষ রাফায়েল নাদাল। আর্জেনন্টাইন প্রতিপক্ষ লিওনার্দো মেয়ারের কাছে তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটেই হারতে হয় নাদালকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৫
Share:

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে স্প্যানিস প্রতিপক্ষ ফেলিসিয়ানো লোপেজকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রজার ফেডেরার। ফেডেরারের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-৩, ৭-৫।

Advertisement

অন্য দিকে, হার দিয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু করলেও অবশেষে জয় তুলে নেন স্প্যানিস তারকা টেনিস খেলয়াড় রাফায়েল নাদাল। এ দিন নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-৭(৩-৭), ৬-৩, ৬-১, ৬-৪।

রবিবারের ম্যাচে এটিপি ক্রমতালিকায় ৩৫ নম্বরে থাকা ফেলিসিয়ানোর বিরুদ্ধে এমনিতেই ফেভারিট ছিলেন রজার। রজারের সমর্থনে এ দিন হাউসফুল ছিল আর্থার অ্যাশ স্টেডিয়াম। ম্যাচের প্রথমে কিছুটা নড়বড়ে দেখালেও কিছুক্ষণের মধ্যেই নিজের ফর্মে ফিরে আসেন ফেডেক্স।

Advertisement

অন্য দিকে, প্রথম সেটে করা রজারের আনফোর্সড এরর-গুলির সুবিধা নিতে ব্যর্থ হন লোপেজ। প্রথম সেট শেষ হয় ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটেও প্রতি আক্রমণ আনতে ব্যর্থ হন লোপেজ। রজারের পক্ষে দ্বিতীয় সেটেরও ফল ছিল ৬-৩। তৃতীয় সেট টাই ব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ফেডেরার জেতেন ৭-৫ ব্যবধানে।

আরও পড়ুন: ক্রীড়ামন্ত্রক এ বার ক্রীড়াবিদের হাতে

আরও পড়ুন: লোভ আর নেশায় শেষ হয়ে গিয়েছেন এই তারকা ফুটবলাররা

ফেলিসিয়ানোকে স্ট্রেট সেটে হারালেও এ দিন ম্যাচের শুরুতে কিছুটা চাপে ছিলেন রজার। চাপে থাকার অন্যতম কারণ ছিল বিগত দু’টি ম্যাচে রজারের ফর্ম। দু’টি ম্যাচেই জয় পাওয়ার জন্য রজারকে অপেক্ষা করতে হয়েছিল পঞ্চম সেট পর্যন্ত। ফলে, তৃতীয় রাউন্ডের ম্যাচে নামার আগে ফেডেরার কিছুটা চাপে ছিলেনই।

তবে, রজারর স্ট্রেট সেটে প্রতিপক্ষকে হারালেও, স্ট্রেট সেটে ম্যাচ বার করতে ব্যর্থ হন তাঁর অন্যতম প্রতিপক্ষ রাফায়েল নাদাল। আর্জেনন্টাইন প্রতিপক্ষ লিওনার্দো মেয়ারের কাছে তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটেই হারতে হয় নাদালকে। টাইব্রেকারে নাদালকে প্রথম সেটে হারিয়ে দেন লিওনার্দো। প্রথম সেট শেষ হয় ৭-৬(৭-৩) ব্যবধানে। তবে, প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান স্প্যানিস কিংবদন্তি। ৬-৩ ব্যাবধানে জিতে নেন দ্বিতীয় সেট। এর পর থেকে আর এক বারের জন্যও নাদালকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলতে পারননি লিও। কার্যত লিওকে নিরস্ত্র করে জিতে নেন পর পর দু’টি সেট। তৃতীয় এবং চতুর্থ সেটে নাদালের পক্ষে খেলার ফল ছিল যথাক্রমে ৬-১ এবং ৬-৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement