Rishabh Pant

ধোনির পরিবর্ত হিসেবে পন্থকেই দেখছেন সহবাগ

নির্বাচকরা যদি ভবিষ্যতে ধোনিকে দলে নিতে আগ্রহী না হন, তাহলে এখনই তা জানিয়ে দেওয়া দরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৯ ২০:৪০
Share:

পন্থেই ভরসা বীরুর। ছবি: ফাইল চিত্র।

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। বিশ্বকাপের পরে কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাহি। সেই কারণেই ক্যারিবিয়ান সফরে দেখা যায়নি ধোনিকে। এবার ধোনির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

Advertisement

‘নজফগড়ের নবাব’ জানান, ধোনির অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁর উপরেই ছেড়ে দেওয়া উচিত। ফিটনেস নিয়ে সংশয় না থাকলে ধোনি অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন। তবে ভারতীয় বোর্ড ভবিষ্যতে তাঁকে নিয়ে কী ভাবছে, তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত। বীরু বলেন, ‘‘নির্বাচকদের এ বিষয়ে ধোনির সঙ্গে কথা বলা দরকার। এখনও পর্যন্ত এমএসকে প্রসাদ ছাড়া কাউকেই ধোনিকে নিয়ে কিছু বলতে শুনিনি। নির্বাচকরা যদি ভবিষ্যতে ধোনিকে দলে নিতে আগ্রহী না হন, তাহলে এখনই তা জানিয়ে দেওয়া দরকার।’’

‘টিম ইন্ডিয়া’য় ধোনির পরিবর্ত হিসেবে কাকে দেখা যেতে পারে? সে বিষয়েওনিজের মত জানিয়েছেন এক সময়ের এই বিধ্বংসী ব্যাটসম্যান। বীরু বলেন, ‘‘আমার মতে ঋষভ পন্থ জাতীয় দলে খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। বিদেশের মাটিতে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ওর পারফরম্যান্স বেশ ভাল। আমার মতে, ভবিষ্যতে ওয়ানডে ক্রিকেটেও পন্থকেই সুযোগ দেওয়া উচিত।’’

Advertisement

শুধু তাই নয়, পন্থকে ওপেনারের ভুমিকায় দেখতে চান বীরু। আন্তর্জাতিক কেরিয়ার সহবাগ শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। পরে অধিনায়ক সৌরভ তাঁকে ওপেন করতে পাঠান। ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সহবাগ। পন্থকে ওপেন করতে পাঠানো হলে সে রকম কিছু হবে না, তা কে বলতে পারেন!

আরও পড়ুন: কুম্বলের হয়ে জোর সওয়াল সহবাগের

আরও পড়ুন: ওপেন করুক রোহিত শর্মাই, মত সৌরভের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement