COVID-19

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে একের পর এক ভারতীয় ক্রিকেটার কোভিড টিকা নিচ্ছেন

কোহলী, রহাণেরা ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় টিকা নিতে পারবেন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৪:৪০
Share:

টিকা নিচ্ছেন পন্থ। ছবি টুইটার

কোভিড টিকা নিলেন ঋষভ পন্থ। বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালে গিয়ে প্রথম ডোজ নিলেন তিনি। নেটমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রতিষেধক নেওয়া হয়ে গেল’। টুইটারে লিখেছেন, ‘প্রথম ডোজ নিলাম। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁরা দ্রুত টিকা নিয়ে নিন। যত দ্রুত আমরা টিকা নেব তত তাড়াতাড়ি এই ভাইরাসকে হারানো যাবে’।

Advertisement

উল্লেখ্য, ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে একের পর এক ক্রিকেটার কোভিড টিকা নিচ্ছেন। ইতিমধ্যেই এই টিকা নিতে দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহলী, সহ-অধিনায়ক অজিঙ্ক রহাণে, জোরে বোলার উমেশ যাদব এবং ওপেনার শিখর ধওয়নকে। কোচ রবি শাস্ত্রীও প্রথম ডোজ নিয়েছেন। সেই তালিকায় যোগ হল পন্থের নামও।

জানা গিয়েছে, আগামী ২ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন পন্থরা। তবে তার আগে প্রত্যেক ক্রিকেটারকে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে। এর মধ্যে প্রতিদিন তাঁদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। প্রত্যেকেই কোভিশিল্ড টিকা নিয়েছেন, যাতে ইংল্যান্ডে গিয়ে এর দ্বিতীয় ডোজ নেওয়া সম্ভব হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement