Sport News

অ্যাজ়ারের চোটে চিন্তা বাড়ছে জ়িজুর

গোড়ালির চোটের জন্য তিন মাস মাঠের বাইরে ছিলেন অ্যাজ়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫২
Share:

উদ্বেগ: এল ক্লাসিকোর আগে অস্বস্তিতে জ়িদান। ফাইল চিত্র

এডেন অ্যাজ়ারকে নিয়ে উদ্বেগ বাড়ছে জ়িনেদিন জ়িদানের। গত শনিবার লা লিগায় লেভন্তের বিরুদ্ধে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা। তিনি কবে ফিরবেন তা নিয়ে জ়িদানই সংশয়ে।

Advertisement

এর আগে গোড়ালির চোটের জন্য তিন মাস মাঠের বাইরে ছিলেন অ্যাজ়ার। সুস্থ হয়ে ফিরে আবার চোট পেলেন বেলজিয়ান তারকা। হতাশ জ়িদান বলেছেন, ‘‘আমি জানি না, এই মরসুমে অ্যাজ়ার মাঠে ফিরতে পারবে কি না। তবু আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শূন্যস্থান পূরণ করতে গত মরসুমে ১০০ মিলিয়ন ইউরোয় (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭৮ কোটি) চেলসি থেকে অ্যাজ়ারকে সই করায় রিয়াল। কিন্তু চোটের জন্য মাত্র ১৫ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন মাত্র একটি।’’

উদ্বিগ্ন জ়িদান বলেছেন, ‘‘অ্যাজ়ারের অস্ত্রোপচার হবে কি না, জানি না। তবে ও মানসিক ভাবে ভেঙে পড়েছে। অ্যাজ়ারকে ইতিবাচক থাকতে হবে। হাল ছাড়লে হবে না।’’ যোগ করেছেন, ‘‘বার বার এ রকম পরিস্থিতি একেবারেই কাম্য নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement