রিয়ালের দুই গোলদাতা আসেনসিয়ো এবং ভাসকেস। ছবি টুইটার
ঘরের মাঠে সেল্টা ভিগোকে ২-০ ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে লা লিগার শীর্ষে উঠে পড়ল রিয়াল মাদ্রিদ। গোল করে এবং করিয়ে নায়ক লুকাস ভাসকেস এবং মার্কো আসেনসিয়ো। জয়ের ফলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানাধিকারী অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে এক পয়েন্টে এগিয়ে গেল।
লিগের শেষের দিকে থাকা এলচের বিরুদ্ধে ড্র করে চাপে পড়েছিল জ়িনেদিন জ়িদানের দল। এদিন পেটের সমস্যার কারণে ছিলেন না অধিনায়ক সের্জিও রামোস। কিন্তু রিয়াল এগিয়ে যায় ভাসকেসের গোলে। আসেনসিয়োর ক্রস থেকে দুই ডিফেন্ডারকে টপকে হেডে গোল করে যান ভাসকেস।
দ্বিতীয়ার্ধের শুরুতে আসেনসিয়োকে পাল্টা উপহারও দেন ভাসকেস। সেল্টার থেকে বল কেড়ে দুরন্ত পাস দেন আসেনসিয়োকে। গোল করতে ভুল করেননি তিনি। তবে জিতলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না রিয়াল। অ্যাটলেটিকোর থেকে এগিয়ে থাকলেও বিপক্ষ তিনটে ম্যাচ বেশি খেলেছে।
আরও খবর: আই লিগের আগে বিপত্তি, মহমেডান থেকে সরে যেতে পারে ইনভেস্টর 'বাঙ্কারহিল’