World Rapid Chess Championship

আবার বিশ্বজয় ভারতের, দ্বিতীয় বার বিশ্ব র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস হাম্পির

গত বছর অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় হাম্পির। রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের কাছে টাইব্রেকারে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে প্রথম বার খেতাব জিতেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:১৮
Share:

কোনেরু হাম্পি। ছবি: এক্স (টুইটার)।

বিশ্ব র‌্যাপিড দাবায় দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। প্রতিযোগিতার শেষ রাউন্ডে আইরিন সুকন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন। ২০১৯ সালেও বিশ্ব র‌্যাপিড দাবার খেতাব জিতেছিলেন ৩৭ বছরের দাবাড়ু। ভারতীয় দাবায় নতুন ইতিহাস গড়লেন হাম্পি।

Advertisement

কয়েক দিন আগেই ক্লাসিক দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ১৮ বছরের দাবাড়ু ডি গুকেশ। ভারতীয় দাবার সেই জয়যাত্রা অব্যাহত রাখলেন হাম্পি। বিশ্বের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসাবে একাধিক বার বিশ্ব র‌্যাপিড দাবা চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু চিনের জু ওয়েনজুনের। নিউইয়র্কের প্রতিযোগিতায় শেষ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলতে হয় হাম্পিকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইরিনের বিরুদ্ধে জিততেই হত ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে। নিরাশ করেননি হাম্পি। ১১ রাউন্ডের লড়াইয়ে ভারতের এক নম্বর মহিলা গ্র্যান্ডমাস্টারের সংগ্রহ ৮.৫ পয়েন্ট।

২০১২ সালে এই প্রতিযোগিতায় প্রথম বার খেলেছিলেন হাম্পি। সে বার তিনি তৃতীয় হন। খেতাবের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ২০১৯ সাল পর্যন্ত। ২০২৩ সালে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় তাঁর। রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের কাছে টাইব্রেকারে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল হাম্পিকে। তবে এ বার আর হতাশ করলেন না। ভারতীয় দাবা নতুন নজির তৈরি করলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement