বিতর্ক: সেই ছবি। আতলেতিকো মাদ্রিদের স্কার্ফ গলায় নাদাল। ছবি: টুইটার
এত দিন সবাই জানতেন যে তিনি রিয়াল মাদ্রিদ সমর্থক। স্পেনের সেই টেনিস তারকা রাফায়েল নাদাল এ বার চলে গেলেন মাদ্রিদের আর এক দল আতলেতিকো দে মাদ্রিদের ম্যাচ দেখতে। তাও আবার গলায় দিয়েগো সিমিয়োনের দলের স্কার্ফ জড়িয়ে। আর বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের এই আচরণেই রেগে লাল রিয়াল মাদ্রিদ সমর্থকরা। যার রেশ পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে।
বৃহস্পতিবার আতলেতিকো দে মাদ্রিদের ঘরের মাঠে ইউরোপা লিগ সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আর্সেনাল। যে ম্যাচ জিতে ইউরোপা লিগ ফাইনালে গিয়েছে আতলেতিকো দে মাদ্রিদ। সেই ম্যাচ দেখতেই হাজির হয়ে গিয়েছিলেন রাফা। যদিও নাদাল ঘনিষ্ঠরা জানিয়েছেন, খেলা দেখতে মাঠে গিয়েছিলেন স্পেনের বেশ কয়েকজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের সঙ্গে দেখা করতেই নাকি নাদাল হাজির হয়েছিলেন স্টেডিয়ামে।
রিয়াল মাদ্রিদ সমর্থকরা নাদালের প্রতিবেশী ক্লাবের খেলা দেখতে যাওয়া নিয়ে সোচ্চার হয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। কেউ সরাসরি টুইট করেছেন, ‘নাদাল রিয়াল মাদ্রিদের সমর্থক। ওঁর কাকা বার্সেলোনায় খেলতেন বলে ছোট বেলায় বার্সেলোনার সমর্থক ছিলেন। আর এখন গলায় আতলেতিকো দে মাদ্রিদের স্কার্ফ জড়িয়ে তাদের সমর্থক হয়ে গেলেন—একজন দু’মুখো সাপ।’
যদিও নাদাল এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি। বরং তিনি নিজের এক নম্বর জায়গা ফিরে পাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘‘চোটের জন্য তিন মাস খেলতে পারিনি। কিন্তু তার পরে এক নম্বর জায়গা ফিরে পাওয়াটা অসম্ভব নয়। তবে খুব সাধারণ ব্যাপারও নয়।’’