রবিচন্দ্রন অশ্বিন। ফাইল ছবি
আগামী ১৮ জুন থেকে সাদাম্পটনে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে বিরাট কোহলীর ভারত। সেই ম্যাচেই নজির গড়ার হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সামনে।
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট রয়েছে নিউজিল্যান্ডের প্যাট কামিন্সের। অশ্বিনের উইকেট সংখ্যা ৬৭টি। অর্থাৎ আর চারটি উইকেট পেলেই এই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারী হবেন অশ্বিন। কামিন্স ৭০টি উইকেট পেয়েছেন ১৪টি ম্যাচে। অশ্বিনের ৬৭টি উইকেট এসেছে ১৩টি ম্যাচে। তৃতীয় স্থানে থাকা টিম সাউদির রয়েছে ৫১টি উইকেট।
চলতি প্রতিযোগিতায় চার বার ৪টি করে উইকেট পেয়েছেন অশ্বিন। ভারতে তিনি খেলেছেন ৯টি ম্যাচ। নিয়েছেন ৫২টি উইকেট। বিদেশে খেলা চারটি ম্যাচের মধ্যে তিনটি অস্ট্রেলিয়ায় এবং একটি নিউজিল্যান্ডে। এই দুই দেশে যথাক্রমে ১২টি এবং ৩টি উইকেট পেয়েছেন। চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ৩২টি উইকেট পেয়েছেন তিনি।