সতর্ক: অস্ট্রেলীয় সফরে নজর শাস্ত্রীর।
ভারতের হেড কোচ রবি শাস্ত্রী চোট পাওয়া ভারতীয় তারকা রোহিত শর্মাকে মাঠে ফিরতে তাড়াহুড়ো না করার পরামর্শ দিলেন। তিনি জানিয়েছেন, রোহিতের মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তাঁর ‘‘আবার চোট পাওয়ার ঝুঁকি রয়েছে’’।
চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। যে কারণে আসন্ন অস্ট্রেলীয় সফরে রোহিতকে ভারতীয় দলে রাখা হয়নি। তবে যে দিন অস্ট্রেলীয় সফরের দল ঘোষণা করা হয়, রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের নেটে অনুশীলনে ফেরেন। এর পরেই তাঁর ফিটনেস কোন অবস্থায় রয়েছে তা নিয়ে জল্পনা ছড়ায়। শাস্ত্রী জানিয়েছেন, নির্বাচকেরা মেডিক্যাল রিপোর্ট দেখার পরেই রোহিতকে দলে না রাখার সিদ্ধান্ত নেন।
শাস্ত্রী একটি টিভি চ্যানেলকে বলেছেন, ‘‘রোহিতের ব্যাপারটা চিকিৎসকেরা দেখছেন। আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। চিকিৎসকেরা ওর চোট নিয়ে রিপোর্ট দিয়েছে নির্বাচকদের। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমি শুধু মেডিক্যাল রিপোর্টের ব্যাপারে জানি। যেখানে বলা হয়েছে, ওর আবার চোট পাওয়ার ঝুঁকি রয়েছে।’’
অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে এবং চারটি টেস্ট খেলবে ভারতীয় দল। সফর শুরু হবে ২৭ নভেম্বর থেকে। শাস্ত্রী নিজের খেলোয়াড় জীবনে যে ভুল করেছেন, তা যেন রোহিত না করেন সেই পরামর্শ দিয়েছেন। ‘‘এক জন খেলোয়াড়ের কাছে চোট পাওয়ার চেয়ে হতাশাজনক আর কিছু নেই। কখনও কখনও এই অবস্থা থেকে বেরিয়ে এসে কত তাড়াতাড়ি মাঠে ফিরে আসা যায় সেটা সেই খেলোয়াড় দেখতে চায়,’’ বলেন শাস্ত্রী। তিনি যোগ করেছেন, ‘‘এখানেই কোনটা ঠিক আর কোনটা ভুল বোঝা যায় না। নিজেকে পরীক্ষা করার, ফের মাঠে নামার এই ইচ্ছেটাতেই সমস্যা থেকে যায়। কারণ একমাত্র সেই খেলোয়াড়ই জানবে সে খেলার মতো জায়গায় একশো শতাংশ আছে কিনা।’’