Ramiz Raja

‘মিসবা হল গরিবের মহেন্দ্র সিংহ ধোনি’, দেশের কোচকে কটাক্ষ রামিজ রাজার

পাকিস্তানের ক্রিকেটে কাদা ছোড়াছুড়ি চলছেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২১ ১৬:০৮
Share:

মিসবাকে কটাক্ষ রামিজের।

পাকিস্তানের ক্রিকেটে কাদা ছোড়াছুড়ি চলছেই। এ বার দেশের কোচ মিসবা উল-হককে কটাক্ষ করলেন রামিজ রাজা। মিসবাকে ‘গরিবের মহেন্দ্র সিংহ ধোনি’ বলে বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি, মিসবাকে আধুনিক ভাবে ভাবনাচিন্তা করার উপদেশও দিয়েছেন।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজের মতে, ধোনির মতো ঠান্ডা মাথা থাকলেও ভাবনাচিন্তায় অনেক খামতি রয়েছে মিসবার মধ্যে। বলেছেন, “মিসবার অনুশীলন বা বেড়ে ওঠা অনেক আলাদা। আমার মতে, ও হল গরিবের ধোনি। ধোনি নিজেও সীমাবদ্ধ থাকত, কোনও আবেগের বহিঃপ্রকাশ ওর মধ্যে দেখা যেত না। মিসবাও সে রকম। কিন্তু এখন ওকে আধুনিক ভাবে ভাবনাচিন্তা করতে হবে।”

কী ভাবে সেটা সম্ভব তাও বলেছেন রামিজ। তাঁর কথায়, “পাকিস্তানের জিনে রয়েছে আগ্রাসন। সেটাকেই নতুন দিকে চালিত করতে হবে মিসবাকে। ম্যাচ হারার পর মাঝে মাঝে বড্ড বেশি নরম হয়ে পড়ে। কিন্তু আমাদের মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে এই ছোটখাটো হোঁচট বা ব্যর্থতাকে পাত্তা দিলে চলবে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement