যুবরাজ সিংহ। ফাইল ছবি
চতুর্থ ম্যাচে অনবদ্য খেলেছেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলে ছয় মারা তো বটেই, তাঁর অর্ধশতরানের সৌজন্যে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। মুম্বইয়ের এই ব্যাটসম্যানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া উচিত, এমনটাই জানালেন যুবরাজ সিংহ।
মরণবাঁচন ম্যাচে ৩১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সূর্যকুমার। মেরেছেন তিনটি ছক্কা। রোহিত শর্মা, বিরাট কোহলীর ব্যর্থতার দিনেও যা ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছে দেয়।
এরপরেই যুবরাজ লিখেছেন, “তোমার জন্যে খুব খুশি সূর্যকুমার যাদব। তোমায় ব্যাটিং করতে দেখে মনে হচ্ছে যেন আইপিএলের ম্যাচ খেলছ। আমার বিশ্বকাপের দলে নিশ্চিত ভাবেই তুমি থাকবে।”
বিতর্কিত ক্যাচের জেরে সূর্যর ইনিংস অনেক আগেই শেষ হয়ে যায়। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে সুযোগ সুদে-আসলে পুষিয়ে নিয়েছেন সূর্যকুমার।