Sourav Ganguly

Sourav Ganguly Birthday: কেরল থেকে সিকিম যাওয়ার পথে মাঝরাতে মহারাজের বাড়ির সামনে রাজকুমার

দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ভিডিয়ো করেন রাজকুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ১৯:২০
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র

কেরল থেকে পায়ে হেঁটে বা কখনো অন্য কারওর গাড়িতে চেপে সিকিম যাবেন, এমনটাই কথা ছিল। মাঝে কলকাতায় কিছুদিনের বিশ্রাম। কলকাতায় আসার পরই শুনতে পান সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের কথা। কলকাতা ছেড়ে এগিয়ে যাওয়ার কথা থাকলেও আর এগোননি রাজকুমার সত্যনারায়ন। বুধবার রাত ১২টা বাজার আগেই এক বন্ধুর ব্যবস্থায় চলে যান মহারাজের বাড়ি। একবার স্বপ্নের নায়ককে সামনে থেকে দেখার চেষ্টায়। দেখা হয়নি। তবুও রাজকুমার আনন্দবাজার অনলাইনকে পাঠালেন একটা চিঠি। সৌরভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা।

Advertisement

চিঠিতে রাজকুমার লিখেছেন, ‘‘আমি জানি এখন যা পরিস্থিতি, তাতে দেখা করা সম্ভব নয়। ভবিষ্যতে কখনো দেখা হবে কিনা, সেটাও জানি না। তবে আপনি আমার ছোট বেলার নায়ক। আপনাকে দেখেই আমি আমার ভাইকে বাঁ হাতে ব্যাটিং করা শিখিয়েছি। আপনি এবং আপনার পরিবার ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা আপনার জন্য।’’

রাজকুমার আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘দাদার সঙ্গে দেখা হয়নি এটা ঠিক, তবে দেখলেও হয়ত মুখ থেকে কোনও আওয়াজ বেরত না। ভবিষ্যতে ওঁর সাথে দেখা হলে সেটা আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে।’’ কলকাতায় রাত্রিকালীন কার্ফু চলছে। তার মধ্যে এভাবে সৌরভের বাড়ির সামনে আসাটাও বেশ কঠিন ছিল। রাজকুমার বলেন, ‘‘আমার এক বন্ধু কলকাতায় থাকে। ও আগে ট্যাক্সি চালাত। ও-ই একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। সেটা করেই চলে গিয়েছিলাম।’’

Advertisement

সৌরভের জন্য রাজকুমারের লেখা চিঠি নিজস্ব চিত্র

দাদার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ভিডিয়ো করেন রাজকুমার। সেই ভিডিয়ো ভাইরাল হয়।

সৌরভের বাড়ির সামনে রাজকুমার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement