Wasim Jaffer

ওয়াসিম জাফরের ঘটনায় পরোক্ষে বিজেপিকে বিঁধলেন রাহুল গাঁধি

অভিযোগ উঠেছিল ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দিয়েছেন জাফর। উত্তরাখণ্ড ক্রিকেটের কোচের পদ থেকে ইস্তফাও দেন ভারতের প্রাক্তন ওপেনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫৬
Share:

ওয়াসিম জাফর ও রাহুল গাঁধি। (বাঁদিক থেকে)

বেশ কিছু দিন ধরে ওয়াসিম জাফরকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট। অভিযোগ উঠেছিল ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দিয়েছেন জাফর। উত্তরাখণ্ড ক্রিকেটের কোচের পদ থেকে ইস্তফাও দেন ভারতের প্রাক্তন ওপেনার। সেই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার টুইট করেন রাহুল গাঁধি। পরোক্ষে এই ঘটনার জন্য যেন বিঁধলেন মোদী সরকারকেই।

Advertisement

শনিবার রাহুল টুইট করে লেখেন, ‘শেষ কিছু বছরে হিংসা যেন স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আমাদের প্রিয় ক্রিকেটও যেন নিস্তার পেল না সেই হিংসা থেকে। ভারত আমাদের সবার। এই একতা ভাঙতে দেবেন না’। তীরটা যেন বিজেপি সরকারের দিকেই তাক করলেন কংগ্রেস নেতা।

জাফরের বিরুদ্ধে অভিযোগ ওঠে অনুশীলনের সময় নষ্ট করে নমাজ পড়তেন তিনি। নিজের ধর্মের ক্রিকেটারদের বেশি প্রাধান্য দিতেন। তবে অনিল কুম্বলে, মনোজ তিওয়ারি ও বিদর্ভ ক্রিকেট দলের প্রাক্তন সঙ্গীদের পাশে পেয়েছিলেন তিনি। জাফর এমন কাজ করতে পারেন বলে কেউই মানতে চাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement