India vs England 2021

সাজঘরে বসেই আহ্লাদে আটখানা কোহালি, দেখুন ভিডিয়ো

টস জিতে শনিবার ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। দিনের শেষে ভারত ৩০০ রান তোলে ৬ উইকেট হারিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৩
Share:

বিরাট কোহালি আনন্দে চিৎকার করে উঠলেন। —ফাইল চিত্র

চেন্নাইয়ের মাঠে রোহিত শর্মার ব্যাট থেকে শনিবার এল ঝকঝকে ১৬১ রানের ইনিংস। সেই ইনিংসের মাঝে একাধিক সুইপ যেমন মেরেছেন রোহিত, তেমনই বেশ কিছু ড্রাইভও মেরেছেন। সেরকম এক ড্রাইভ দেখেই সাজঘরে বসে থাকা বিরাট কোহালি আনন্দে চিৎকার করে উঠলেন।

Advertisement

মাঠে উপস্থিত থাকা ১৫ হাজার দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিতের এই ইনিংস। স্টুয়ার্ট ব্রডের বলে ম্যাচের তৃতীয় ওভারে ড্রাইভটি মারেন রোহিত। সাজঘরে বসে থাকা বিরাটকে দেখা যায় চিৎকার করে রোহিতের প্রশংসা করছেন, উৎসাহিত করছেন এরকম শট আরও খেলার জন্য। ২৩১ বলে ১৬১ রান করেন রোহিত। মেরেছেন ১৮টি চার, ২টি ছয়।

টস জিতে শনিবার ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। দিনের শেষে ভারত ৩০০ রান তোলে ৬ উইকেট হারিয়ে। প্রথম দিন থেকেই যে ভাবে পিচে বল ঘুরছে, তাতে রবিচন্দ্রন অশ্বিনরা যে খুব স্বস্তিতে থাকতে দেবেন জো রুটদের, এমনটা মনে করছেন না সমর্থকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement