রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র
একটি ভারতীয় দল যখন ইংল্যান্ড সফরে, সেই সময় আরও একটি দল যাবে শ্রীলঙ্কা সফরে। স্বাভাবিক ভাবেই আলাদা দল, আলাদা প্রশিক্ষক প্রয়োজন হবে ভারতের। দ্বিতীয় দলের জন্য প্রশিক্ষক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দ রাহুল দ্রাবিড়।
২০১৫ সালে ভারত এ এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় দ্রাবিড়ের কাঁধে। ৪ বছর সেই দায়িত্ব সামলান তিনি। ২০১৯ সাল থেকে জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব সামলাচ্ছেন দ্রাবিড়। সূত্রের খবর, সৌরভ তাঁর পুরনো সতীর্থকেই ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে শ্রীলঙ্কায় পাঠাতে চাইছেন বলে জানা গিয়েছে। দ্রাবিড় দায়িত্ব নিলে ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে দ্বিতীয় বার দেখা যাবে তাঁকে। এর আগে ২০১৪ সালের ইংল্যান্ড সফরে দ্রাবিড় ছিলেন ব্যাটিং প্রশিক্ষক।
করোনার জন্য শ্রীলঙ্কা সফর নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। তবে ভারতীয় দল যদি শ্রীলঙ্কা সফরে যায়, নতুন অধিনায়ক এবং প্রশিক্ষক পাবে, তা বলাই যায়। তরুণ দলের কাঁধে দায়িত্ব তুলে দেবেন সৌরভরা।