Paris Olympics 2024

নাদাল বনাম জোকোভিচ, অলিম্পিক্সে টেনিসের দ্বিতীয় রাউন্ডেই বড় ম্যাচ

দীর্ঘ দিন চোটের জন্য না খেলা নাদাল এখন বাছাই তালিকায় নেই। তাই দ্বিতীয় রাউন্ডেই সামনে জোকোভিচ। সুরকির কোর্টে চমক দিতে পারবেন ১৪ বার ফরাসি ওপেন জয়ী নাদাল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২২:৫০
Share:

রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

রাফায়েল নাদাল বনাম নোভাক জোকোভিচ। টেনিস বিশ্ব এই দুই তারকার ম্যাচ দেখতে অভ্যস্ত কখনও সেমিফাইনালে, কখনও বা ফাইনালে। কিন্তু অলিম্পিক্সে তাঁরা মুখোমুখি দ্বিতীয় রাউন্ডেই। দীর্ঘ দিন চোটের জন্য না খেলা নাদাল এখন বাছাই তালিকায় নেই। তাই দ্বিতীয় রাউন্ডেই সামনে জোকোভিচ। সুরকির কোর্টে চমক দিতে পারবেন ১৪ বার ফরাসি ওপেন জয়ী নাদাল?

Advertisement

অলিম্পিক্সে ডাবলসও খেলছেন নাদাল। তরুণ কার্লোস আলকারাজ়কে সঙ্গী করে খেলছেন তিনি। শনিবার সেই ম্যাচ খেলতে গিয়ে চোট পান ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সিঙ্গলসে খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নাদাল খেললেন। রবিবার হারিয়ে দিলেন হাঙ্গেরির মারটন ফুকসোভিক্সকে। খেলার ফল নাদালের পক্ষে ৬-১, ৪-৬, ৬-৪।

জোকোভিচ শনিবার তাঁর প্রথম রাউন্ডে জেতেন। তিনি স্ট্রেট সেটে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে। ৩৮ বছরের নাদাল রবিবার খেললেন পায়ে স্ট্র্যাপ লাগিয়ে। চোট তাঁর পুরোপুরি সারেনি। সেই নিয়েই খেললেন তিনি। সবচেয়ে বেশি বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। সেই কোর্টে জোকোভিচকে খেলতে হবে তাঁর বিরুদ্ধে। কিন্তু চোটের পর নাদাল পুরনো ফর্মে নেই। ফলে জোকোভিচকে তিনি কতটা প্রতিযোগিতার মুখে ফেলতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

Advertisement

বেজিং অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নাদাল। সে বার তিনি হারিয়েছিলেন জোকোভিচকে। কিন্তু এ বারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তার মধ্যে নাদাল প্রশ্ন তুলেছেন অলিম্পিক্সের সূচি নিয়েও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement