Rafael Nadal

অনুতপ্ত জোকোভিচ, সতর্ক করলেন নাদাল

জোকোভিচকে বহিষ্কার করা হয় চতুর্থ রাউন্ডের ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০৩:৫৪
Share:

ফাইল চিত্র।

যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কার হওয়ার ঘটনা তাঁর কাছে একটা বড় শিক্ষা। বলছেন নোভাক জোকোভিচ। সোমবার ইটালীয় ওপেনের আগে বিশ্বের এক নম্বর বলেছেন, ‘‘শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমি মানসিক শক্তি ও আবেগ নিয়ন্ত্রণেরও চেষ্টা করছি। কোর্টে ও কোর্টের বাইরে যাতে নিজের সেরাটা দেওয়া যায়। এই ঘটনা আমার কাছে বড় শিক্ষা। এই নিয়ে টিমের সঙ্গেও কথা হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের এগিয়ে যেতে হবে।’’

Advertisement

জোকোভিচকে বহিষ্কার করা হয় চতুর্থ রাউন্ডের ম্যাচে। এক সময় পিছিয়ে গিয়ে হতাশ নোভাক র‌্যাকেট নিয়ে বল মারেন নিজের পিছনের দিকে। যা গিয়ে লাগে এক লাইন জাজের গলায়। এর পরেই নিয়ম অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়। জোকোভিচের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাফায়েল নাদালও। তিনি বলেছেন, ‘‘এ রকম ঘটনার ফল যা হয় তাই হয়েছে। নোভাকের ভাগ্য খারাপ। নিয়ম অনুযায়ী নোভাককে ডিফল্ট করা ছাড়া উপায় ছিল না।’’ স্প্যানিশ মহাতারকা আরও বলেছেন, ‘‘নোভাকের জন্য খারাপ লাগছে। ওর সামনে ট্রফি জেতার ও রকম সুযোগ ছিল। তবে এ রকম পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। না হলে দুর্ভাগ্যের শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement