হতাশ: প্যারিস মাস্টার্স থেকে বিদায়ের পরে নাদাল। এএফপি।
রাফায়েল নাদালকে বলা হয় ফরাসি ওপেনের সম্রাট। অথচ প্যারিস মাস্টার্সে তিনি কখনও ট্রফি জেতেননি। এ বার যেমন সেমিফাইনালে আলেকজান্ডার জ়েরেভের কাছে সেমিফাইনালে ৪-৬, ৫-৭ সেটে হেরে গেলেন! স্পেনীয় মহাতারকা অবশ্য তার জন্য ভেঙে পড়ছেন না। আপাতত তাঁর পাখির চোখ, মরসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস। যা লন্ডনে শুরু হবে ১৫ নভেম্বর। নাদাল বলেছেন, ‘‘প্যারিসের এ বার টুর্নামেন্টে নিজেকে ব্যর্থ মনে করছি না। অবশ্যই শেষ পর্যন্ত হেরে গিয়ে খারাপ লেগেছে। কিন্তু সেটা তো খেলারই অঙ্গ।’’ যোগ করেছেন, ‘‘পরপর দু’দিন কোর্টে প্রচুর সময় কাটল। এ বার অন্তত চ্যাম্পিয়ন হওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু প্যারিসে এই কাজটা বারবার আমার জন্য কঠিন হয়ে যায়।’’
নাদাল মনে করেন, একেবারে ঠিকঠাক মানসিকতা নিয়েই প্যারিসে তিনি খেলেছেন। তাঁর কথায়, ‘‘কোনও ম্যাচেই লড়াই ছাড়িনি। যে কারণে চারটি ম্যাচ খেলতে পারলাম। আশা করছি, এই লড়াইটাই আমাকে লন্ডনে ভাল কিছু করতে সাহায্য করবে। ওখানে শুধু কয়েকটা জিনিসের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করছি সেটা পারব। প্যারিসেও তো অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে খেললাম।’’প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে নাদাল টেনিস জীবনের হাজারতম ম্যাচ জেতেন।