rafael nadal

Rafael Nadal: টেনিস কোর্টে নতুন প্রতিপক্ষ নাদালের, বয়স জানলে চমকে যাবেন

বয়স ৯৭ বছর। সেই বাধা টপকেই স্প্যানিশ টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে কোর্টে টক্কর দিলেন লিয়োনিড স্ট্যানিসলাভস্কি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ২২:২৮
Share:

রাফায়েল নাদাল। ফাইল ছবি

সারা জীবনের স্বপ্ন ছিল এক বার রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলার। কিন্তু বয়স হয়েছে ৯৭ বছর। সেই বাধা টপকেই স্প্যানিশ টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে কোর্টে টক্কর দিলেন লিয়োনিড স্ট্যানিসলাভস্কি। নাদালের টেনিস অ্যাকাডেমিতে গিয়ে খেলে ফেললেন স্প্যানিশ তারকার বিরুদ্ধে। দু’জনের ভিডিয়ো নেট মাধ্যমে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।

Advertisement

নাদালের অ্যাকাডেমির পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, কোর্টের এদিক-ওদিক দৌড়ে এক-একটি রিটার্ন মারছেন লিয়োনিড। নাদাল প্রতিটিই ফিরিয়ে দিয়েছেন। কিছু ক্ষণ পরেই এগিয়ে এসে লিয়োনিডকে জড়িয়ে ধরেন নাদাল।

বছরের শুরুর দিকে একটি সাক্ষাৎকারে লিয়োনিড জানিয়েছিলেন, শুধু নাদাল নন, রজার ফেডেরারের সঙ্গেও দেখা করা তাঁর ইচ্ছে। টেনিসের সম্পর্কে বলেছিলেন, “এই খেলাটাই একটা অন্য রকম নেশার মতো। শারীরিক কসরতের জন্যেও ভাল। টেনিসের আর একটা মজা হল, বয়স যতই হোক, খেলতে কোনও সমস্যা নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement