Ravichandran ashwin

পঞ্জাব ছেড়ে কেন দিল্লিতে, অশ্বিন জানালেন জার্সির রং বদলের কারণ

কেন হঠাৎ পঞ্জাব ছেড়ে দিল্লিতে এলেন অশ্বিন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ, পাঁচ মাস কেটে গেলেও প্রকৃত কারণ জানায়নি কিংস ইলেভেন দল বা ক্রিকেটার নিজে। অবশেষে মুখ খুললেন অশ্বিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০২০ ১৪:৪৪
Share:

পঞ্জাবের জার্সিতে গত মরসুমে সাফল্য পাননি অশ্বিন। ছবি: এফপি।

কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। একসময় ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছিল যে তাঁকে দিল্লি ক্যাপিটালসে পাঠানো হবে না। কিন্তু, সেই ঘোষণার এক বছরের মধ্যেই দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে চলে আসেন অফস্পিনার।

Advertisement

কেন হঠাৎ পঞ্জাব ছেড়ে দিল্লিতে এলেন অশ্বিন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ, পাঁচ মাস কেটে গেলেও প্রকৃত কারণ জানায়নি কিংস ইলেভেন দল বা ক্রিকেটার নিজে। অবশেষে মুখ খুললেন তিনি। দিল্লি ক্যাপিটালসকে আইপিএল জেতানোর জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তিনি দল পাল্টেছেন বলে জানিয়ে দিলেন অশ্বিন।

আরও পড়ুন: যে স্মৃতি কোনও দিন ভুলবেন না পাণ্ড্য, সেটাই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়​

Advertisement

আরও পড়ুন: ‘ক্যাচ ফেলার জন্যই পরিচিত ছিল শ্রীসন্থ’

অশ্বিন বলেছেন, “আমি এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে এসেছি যারা গত বছর প্লে-অফে খেলেছিল। দলে ঋষভ পন্থ ও পৃথ্বী শ-র মতো দুর্দান্ত আকর্ষণীয় কয়েকজন ক্রিকেটারও রয়েছে। আমার অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে বলে মনে হয়েছিল। যাতে দলের সুবিধা হবে। আমি যদি বোলিং বিভাগ শক্তিশালী করতে পারি, তবে আমরা খেতাবের দৌড়ে সামনে চলে আসব। সেই লক্ষ্য নিয়েই এসেছি এখানে।”

২০১৮ সালের আইপিএল নিলামে ৭.৬ কোটি টাকায় কিংস ইলেভেন পঞ্জাবে এসেছিলেন অশ্বিন। দুই বছর ধরে তিনি নেতৃত্বও দিয়েছেন দলকে। ২০১৮ সালের আইপিএলে ভাল শুরু করেও পরের দিকে দিশা হারিয়ে ফেলে দল। ২০১৯ সালের আইপিএলে অবশ্য ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতে ষষ্ঠ স্থানে ছিল পঞ্জাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement