ছবি আইএসএল।
মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলও কি পরের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চলেছে? বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে লাল-হলুদ কর্তাদের কাছে আসা একটি চিঠি সেই জল্পনা হঠাৎ-ই উসকে দিয়েছে।
বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের যে চুক্তি হয়েছিল তাতে ক্লাবের শেয়ার ছিল তিরিশ শতাংশ। অর্থাৎ বিনিয়োগকারীদের হাতে রয়েছে সত্তর শতাংশ শেয়ার। সেটা অন্য কোনও কোম্পানির কাছে বিক্রি করে শতবর্ষ ছোঁয়া ক্লাবকে দেশের সর্বোচ্চ লিগে খেলার প্রস্তাব এসেছে বেঙ্গালুরুর কোম্পানির অফিস থেকে। সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (সি ই ও) সুব্রত নাগ ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের তিন ডিরেক্টরকে ই-মেল করে যে চিঠি পাঠিয়েছেন তাতে লিখেছেন, ‘‘মোহনবাগান ইতিমধ্যেই আইএসএলে খেলা পাকা করে ফেলেছে। আশা করব ইস্টবেঙ্গলও সেই রাস্তায় হাঁটবে। আমাদের কাছ থেকে শেয়ার নিয়ে আইএসএলে খেলার জন্য কিছু কোম্পানি আগ্রহী। বর্তমান চুক্তি অনুযায়ী ওই কোম্পানিগুলির সঙ্গে কথা বলার জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। সে জন্য চিঠির সঙ্গে একটি মউ আপনাদের স্বাক্ষর করার জন্য পাঠানো হল। আশা করব আপনারা এই সুযোগ নেবেন এবং আইএসএল খেলার জন্য উদ্যোগী হবেন।’’ চার দিন হয়ে গেলেও সেই চিঠি এখনও প্রকাশ্যে আসেনি। তবে ইস্টবেঙ্গলের প্রেসিডেন্ট এবং কোম্পানির অন্যতম ডিরেক্টর প্রণব দাশগুপ্ত স্বীকার করে নিয়েছেন চিঠির কথা। বৃহস্পতিবার তিনি বলে দিলেন, ‘‘চিঠি আমরা পেয়েছি। আমরাও উত্তর তৈরি করছি। জানতে চাইব, কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী কারা, তাদের নাম জানান। তাদের সঙ্গে আমরা ক্লাবের তিন জন ডিরেক্টর সরাসরি কথা বলব। তার পর ক্লাবের সিদ্ধান্ত জানাব। আমরা চাই ইস্টবেঙ্গল আই এস এল খেলুক। বিনিয়োগকারীরাও যখন তাই চাইছেন, তখন কথা বলে এগোনো যেতেই পারে।’’ চিঠি দেওয়ার কথা অস্বীকার করেননি বিনিয়োগকারীদের সি ই ও সুব্রত নাগও। বললেন, ‘‘চিঠি দিয়েছি। ক্লাবের কথা শুনতে চাই। তার পর যা বলার বলব। এখন কিছু বলার নেই।’’
পরের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে হলে ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে ইস্টবেঙ্গলের হাতে। ক্লাব সূত্রের খবর, বর্তমান বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিতে ছিল দু’বছরের মধ্যে ক্লাবকে আইএসএলে খেলাতে হবে। সেটা হয়নি। উল্টে দু’পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সে জন্যই মেপে পা ফেলতে চাইছে ইস্টবেঙ্গল। এক কর্তা বললেন, ‘‘বিনিয়োগকারীরা চুক্তি ভেঙে বেরিয়ে যাবে, তা তো ঘোষণা করেই দিয়েছে। এখন ওদের কথায় কিছু করতে গেলে অনেক ভাবতে হবে।’’