PV Sindhu

Tokyo Olympics: বিদেশের প্রতিযোগিতা বন্ধ, তবু দেশে বসে যেন ম্যাচই খেলছেন সিন্ধু

উড়ান বন্ধ থাকায় বাইরের কোনও দেশে গিয়ে উন্নত পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:২৮
Share:

রিয়োর রুপোর পদক গলায় সিন্ধু। ফাইল ছবি

টোকিয়ো অলিম্পিক্স আর বেশি দূরে নেই। কিন্তু যথেষ্ট প্রস্তুতির সময় পাচ্ছেন না ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই অলিম্পিক্সের টিকিট পাওয়া পি ভি সিন্ধু তাঁদের মধ্যে অন্যতম। গত বারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপোর পদক পাওয়া সিন্ধু ভরসা রাখছেন কোরিয়ার কোচ পার্ক তায়ে সাং-এর উপরেই।

Advertisement

উড়ান বন্ধ থাকায় বাইরের কোনও দেশে গিয়ে উন্নত পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ নেই। একের পর এক প্রতিযোগিতাও বাতিল হয়েছে। সিন্ধু বলেছেন, “ভেবেছিলাম সিঙ্গাপুরে খেলার সুযোগ পাব। কিন্তু এখন আমাদের কাছে কোনও সুযোগ নেই। তাই বিভিন্ন খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেই নিজেকে প্রস্তুত করছি। আমার কোচ ম্যাচের বিভিন্ন পরিস্থিতি তৈরি করে সেই মতো আমাকে অনুশীলন করাচ্ছেন।”

অলিম্পিক্সে অনেক শক্তিশালী খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে হবে সিন্ধুকে। সেটা কী ভাবে সামাল দেবেন? সিন্ধুর উত্তর, “জানি যে তাই জু (ইং) বা রাতচানকদের (ইন্তানন) খেলার ধরন আলাদা। কিন্তু প্রত্যেকের ধরন দেখে কোচ সেই মতো আমাকে অনুশীলন করাচ্ছে। ওদের বিরুদ্ধে আগে অনেক বার খেলেছি। আশা করি প্রত্যেকেই নিজের নতুন অস্ত্র নিয়ে হাজির হবে। আমাকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement