ফাইনালে সিন্ধু। ফাইল ছবি
সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু। শনিবার সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ রাশিয়ার এভজেনিকা কোসেৎকায়া প্রথম গেমে হারার পর চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন। তাই ফাইনালে উঠে যান সিন্ধু। ফাইনালে দু’বারের অলিম্পিক্স পদকজয়ী খেলবেন মালবিকা বনসোদের বিরুদ্ধে, যিনি ইন্ডিয়া ওপেনে হারিয়েছিলেন সাইনা নেহওয়ালকে।
এর আগে ২০১৭ সালে প্রথম এবং এখনও পর্যন্ত শেষ বার এই প্রতিযোগিতা জিতেছিলেন সিন্ধু। শনিবার রাশিয়ার প্রতিপক্ষকে শুরু থেকেই শাসন করতে থাকেন তিনি। সহজেই প্রথম সেট ২১-১১ গেমে পকেটস্থ করে নেন। কিন্তু দ্বিতীয় সেটে লড়ার মতো ক্ষমতায় ছিলেন না এভজেনিকা। অবসর নিতে বাধ্য হন।
মালবিকা ভারতেই আর এক খেলোয়াড় অনুপমা উপাধ্যায়কে ১৯-২১, ২১-১৯, ২১-৭ গেমে হারিয়েছেন। তবে সিন্ধু যে রকম ছন্দে রয়েছেন, তাতে ফাইনালের লড়াই তাঁর কাছে একপেশে হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে তিনি সাত নম্বরে রয়েছেন।