PV Sindhu: প্রি-কোয়ার্টারে সিন্ধু, লক্ষ্য

স্পেনের হুয়েভায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিন্ধু ২১-৭, ২১-৯ ফলে উড়িয়ে দিলেন স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ০৯:১০
Share:

দাপট: বিশ্ব চ্যাম্পিয়শিপের শেষ ষোলোয় উঠতে ২৪ মিনিটের বেশি সময় নিলেন না সিন্ধু। এপি/পিটিআই।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দিনটা ভারতীয় খেলোয়াড়দের জন্য বেশ ভাল কাটল। ত বারের চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন এবং কিদম্বি শ্রীকান্ত— সবাই জয় পেলেন। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিকেও বিপক্ষকে হারাতে এ দিন খুব বেশি পরিশ্রম করতে হল না।

Advertisement

স্পেনের হুয়েভায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিন্ধু ২১-৭, ২১-৯ ফলে উড়িয়ে দিলেন স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে। শেষ বার যখন এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল, অর্থাৎ ২০১৯ সালে সিন্ধু দুরন্ত ছন্দে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে প্রথম বার খেতাব জিতেছিলেন। সেই ছন্দেরই ঝলক দেখিয়ে তিনি মাত্র ২৪ মিনিট সময় নেন প্রি-কোয়ার্টারে উঠতে।

প্রথম গেমে সিন্ধু শুরুতেই দ্রুত ৪-১ এগিয়ে গিয়েছিলেন। এর পরে রেপিস্কা দুই পয়েন্ট নিয়ে এই সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু সিন্ধু আর তাঁকে এগোতে না দিয়ে বিরতিতে পয়েন্ট ১১-৪ করে ফেলেন। শেষ পর্যন্ত মাত্র দশ মিনিটেই প্রথম গেম দখল করে নেন বিশ্বের সাত নম্বর সিন্ধু। দ্বিতীয় গেমেও ছবিটা প্রায় একই রকম ছিল। দাপট ধরে রাখেন সিন্ধু এই গেমেরও প্রথম থেকেই। গেম শুরুর দু’মিনিটের মধ্যেই সিন্ধু ৬-০ এগিয়ে যান। এই গেমের মাঝামাঝি অলিম্পিক্সে দুটি পদক জয়ী ব্যবধান বাড়িয়ে করে ফেলেন ১১-১। এর পরে আর তাঁর প্রতিপক্ষের ফেরার কোনও সুযোগ ছিল না। ফলে দ্রুত তিনি দ্বিতীয় গেম এবং ম্যাচ দখল
করে ফেলেন।

Advertisement

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামা লক্ষ্য সেনকে অবশ্য বেশ লড়াই করতে হল জয়ের জন্য। তাঁর লড়াই ছিল বিশ্বের ১৫ নম্বর জাপানের কেন্তা নিশিমোতোর সঙ্গে। বিশ্বের ১৯ নম্বর ও দ্বাদশ বাছাই লক্ষ্যকে এক ঘণ্টা ২২ মিনিট লড়াই করতে হল শেষ ষোলোয় উঠতে। ফল ১৫-২১, ২১-১৮, ২১-১৭। ম্যাচের শেষ দিকে লক্ষ্যকে কিছুটা ক্লান্ত মনে হলেও অভিজ্ঞ জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে মোক্ষম সময়ে পয়েন্ট তুলে নিতে পারাতেই শেষ পর্যন্ত শেষ ষোলোর দরজা খুলে যায় তাঁর জন্য। প্রি-কোয়ার্টারে লক্ষ্যকে খেলতে হবে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে। তিনি পোলান্ডের মাইকেল রোগালস্কিকে হারান ২১-১৪, ২১-১৯। কেভিনের বিশ্বর‌্যাঙ্কিং ৪৩।

একই ভাবে তিন গেম লড়াই করতে হল জয়ের জন্য কিদম্বি শ্রীকান্তকেও। তাঁর বিপক্ষে ছিলেন লি শি ফেং। বিশ্বের ৬৩ নম্বর চিনা প্রতিপক্ষকে বিশ্ব ক্রম পর্যায়ে ১৪ নম্বরে থাকা শ্রীকান্ত হারান ১৫-২১, ২১-১৮, ২১-১৭। প্রথম গেমে হারলেও শ্রীকান্ত দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। ডাবলসে সাত্ত্বিক এবং চিরাগ জুটির প্রতিপক্ষ ছিল চিনা তাইপের লি ঝি হুয়েই এবং ইয়াং পো সুয়ান। সেই লড়াইয়ে বিশ্বের ৯ নম্বর ভারতীয় জুটি ২৭-২৫, ২১-১৭ ফলে জয় পান। ম্যাচটি চলে ৪৩ মিনিট।

তবে মিক্সড ডাবলসে ভারতের সৌরভ শর্মা এবং অনুষ্কা পারেখের জুটি স্ট্রেট গেমে হারেন। তাঁদের মালয়েশিয়ার তান কিয়ান মেং এবং লাই পেই জিং-এর জুটি হারায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement