হতাশ: ইয়ামাগুচির বিরুদ্ধে টানা তৃতীয় হার সিন্ধুর। ফাইল চিত্র
বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার টুর ফাইনালসে এগিয়ে গিয়েও প্রথম ম্যাচে জয় হাতছাড়া করলেন পি ভি সিন্ধু। জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে গত বারের চ্যাম্পিয়ন হারলেন ২১-১৮, ১৮-২১, ৮-২১ ফলে।
চিনের গুয়াংঝুতে চলা প্রতিযোগিতায় প্রথম গেমে জেতার পরে দ্বিতীয় গেমে এক সময় ১৮-১৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। আর তিন পয়েন্ট পেলেই ম্যাচ দখল করতে পারতেন হায়দরাবাদি তারকা। কিন্তু ইয়ামাগুচি দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান এই সময়। সিন্ধুর ছন্দ নষ্ট করতে সফল হন তিনি। দ্বিতীয় গেম হারার পরে তৃতীয় গেমে আর সিন্ধুকে দাঁড়াতেই দেননি তাঁর প্রতিপক্ষ। এক সময় ০-৪ পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। আরও চাপ বাড়াতে থাকেন ইয়ামাগুচি। শেষ পর্যন্ত ৮-২১ হারেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় তারকা।
গ্রুপের প্রথম ম্যাচ হারার পরে বৃহস্পতিবার সিন্ধুর লড়াই চিনের চেন উফেইয়ের বিরুদ্ধে। চিনা তারকার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৬-৩ এগিয়ে আছেন সিন্ধু। কিন্তু চেন এখন বিধ্বংসী ছন্দে আছেন। চলতি মরসুমে ছ’টি ফাইনালে উঠে হারেননি তিনি। যার মধ্যে রয়েছে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপও। মেয়েদের সিঙ্গলসের অপর ম্যাচে তাইল্যান্ডের রাতচানক ইন্তানন স্ট্রেট গেমে হারিয়েছেন সতীর্থ বুসানান ওংবামরুংফানকে। বিশ্বের এক নম্বর তাই জু ইং অবশ্য হেরে গিয়েছেন জাপানের নজোমি ওকুহারার কাছে। ফল ১৫-২১, ২১-১৮, ২১-১৯।