PV Sindhu

PV Sindhu: সৈয়দ মোদীতে ট্রফি-খরা কাটাতে মরিয়া সিন্ধু

পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের পদক জয়ের আশা কম। অন্যতম দুই পুরুষ তারকা কিদম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২০:৫৯
Share:

ট্রফি জয়ের লক্ষ্যে সিন্ধু ফাইল চিত্র

ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে হারতে হয়েছে। এ বার সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ট্রফি জিততে মরিয়া পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেখানে জিততে চান দু’বারের অলিম্পিক্স পদক জয়ী ব্যাডমিন্টন তারকা।

Advertisement

২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর থেকে কোনও সুপার সিরিজ বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারেননি সিন্ধু। ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে তাইল্যান্ডের সুপানিদা কাতেথঙের কাছে তিন সেটে হেরে যান তিনি।

সৈয়দ মোদীতে প্রথম রাউন্ডে তানিয়া হেমন্তের মুখোমুখি সিন্ধু। ইন্ডিয়া ওপেনের বদলা নেওয়ার সুযোগও রয়েছে তাঁর কাছে। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলে সেমিফাইনালে সেই সুপানিদার বিরুদ্ধে খেলার কথা ভারতীয় তারকার।

Advertisement

অন্য দিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের পদক জয়ের আশা কম। ভারতের অন্যতম দুই পুরুষ তারকা কিদম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement