বিগ ব্যাশে সুযোগ উন্মুক্তের ছবি: টুইটার
প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন উন্মুক্ত চন্দ। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক উন্মুক্তকে সই করিয়েছে মেলবোর্ন রেনেগেডস। সেই দলের অধিনায়ক আবার অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে অভিষেক হল ২৮ বছরের উন্মুক্তের। দলের তরফে সে কথা জানানো হয়েছে। দলে ফিঞ্চ ছাড়াও শন মার্শের মতো তারকা রয়েছেন। সুযোগ পেলেও অভিষেক অবশ্য খুব একটা ভাল হয়নি উন্মুক্তের। ৬ রানে ম্যাচ হেরে যায় তাঁর দল। ব্যাট হাতে ৮ বল খেলে মাত্র ৬ রান করেন উন্মুক্ত।
ভারত এ দলের হয়ে দীর্ঘদিন খেললেও জাতীয় দলে কোনও দিন সুযোগ পাননি উন্মুক্ত। আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় গত বছরই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন উন্মুক্ত। তার পর থেকে আমেরিকায় ক্রিকেট খেলছেন তিনি। তিন বছরের মধ্যে সে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা পেয়ে যাবেন তিনি।