PV Sindhu

PV Sindhu: মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, এ বার বদলার সুযোগ

প্রথম ম্যাচে কঠিন লড়াই হলেও বৃহস্পতিবার খুব সহজেই জিতলেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর লড়াই বিশ্বের দু’নম্বর তাই জু-র বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৪:৪৯
Share:

দ্বিতীয় রাউন্ডে জয় সিন্ধুর। —ফাইল চিত্র

মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার স্ট্রেট সেটে হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ই মানকে। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু জিতলেন ২১-১২, ২১-১০ গেমে।

Advertisement

এই প্রতিযোগিতায় সিন্ধু সপ্তম বাছাই। তিনি দ্বিতীয় রাউন্ডে হারালেন বিশ্বের ৩২ নম্বর ই মানকে। প্রথম রাউন্ডে যে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয়েছিল সিন্ধুকে বৃহস্পতিবার তেমন কিছু হয়নি। সহজেই চিনের প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি।

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে তাইপেইয়ের তাই জু ইং। কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন সিন্ধু। টোকিয়ো অলিম্পিক্সে তাই জু-র কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। রুপোজয়ী বিশ্বের দু’নম্বর তাই জু-র বিরুদ্ধে সেই হারের বদলা নেওয়ার সুযোগ ভারতীয় শাটলারের সামনে। তাই জু-র বিরুদ্ধে এর আগে ১৬ বার হেরেছেন সিন্ধু।

Advertisement

ছেলেদের সিঙ্গলসে সাই প্রনীত হেরে গিয়েছেন লি শি ফেংয়ের বিরুদ্ধে। মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে ১৪-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান প্রণীত। খেলতে নামবেন এইচএস প্রণয় এবং পারুপল্লি কশ্যপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement