ছন্দে: দুরন্ত জিতে কোয়ার্টার ফাইনালে সিন্ধু। ছবি পিটিআই।
বিশ্বখেতাব ধরে রাখার দৌড়ে আর একটা বাধা অতিক্রম করলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। ভারতীয় তারকা বৃহস্পতিবার স্ট্রেট গেমে হারিয়ে দিলেন তৃতীয় বাছাই তাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুয়ংকে। বিশ্বের সাত নম্বর সিন্ধু জিততে নিয়েছেন ৪৮ মিনিট। ফল ২১-১৪, ২১-১৮। কোয়ার্টার ফাইনালে ওঠায় স্পেনের ওয়েলবায় আর মাত্র তিনটি ম্যাচ জিতলেই তিনি আবার বিশ্বসেরা হবেন।
এই নিয়ে আটবার চোচুয়ংয়ের বিরুদ্ধে খেলে পাঁচ বার জিতলেন সিন্ধু। গতবারের চ্যাম্পিয়ন হলেও এ বার তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপের ষষ্ঠ বাছাই। এ দিনের জয় যথেষ্ট কৃতিত্বের তার কারণ এ’মরসুমে তিনি তাই তারকার কাছে দু’বার পরাজিত হন। একবার এ’মাসেই ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে। তার আগে গত মার্চে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে। এক অর্থে স্পেনে এ দিন বদলাই নিলেন সিন্ধু।
কোয়ার্টার ফাইনালে গোপী চন্দের ছাত্রীকে অবশ্য খুবই কঠিন পরীক্ষা দিতে হবে। তাঁকে খেলতে হবে চিনা তাইপেইয়ের তাই জ়ু ইংয়ের বিরুদ্ধে। যিনি শুধু এই প্রতিযোগিতার শীর্ষ বাছাই নন, এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকার এক নম্বর খেলোয়াড়ও।