PV Sindhu

Malaysia Masters: মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন সাইনা

মালয়েশিয়া মাস্টার্সে চিনের হি বিং জিয়াওকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিন্ধু। অন্য দিকে দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের কাছে হেরেছেন সাইনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৬:৪৬
Share:

জিতলেন সিন্ধু (বাঁ দিকে), হার সাইনার (ডান দিকে) ফাইল চিত্র

ইন্দোনেশিয়া ওপেনে হারের বদলা মালয়েশিয়া মাস্টার্সে নিলেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডে চিনের হি বিং জিয়াওকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। অন্য দিকে প্রথম রাউন্ডেই হেরে গেলেন সাইনা নেহওয়াল।

Advertisement

বুধবার প্রথম রাউন্ডে জিয়াওকে হারাতে এক ঘণ্টা সময় নেন সিন্ধু। খেলার ফল তাঁর পক্ষে ২১-১৩, ১৭-২১, ২১-১৫। গত মাসে ইন্দোনেশিয়া ওপেনে স্ট্রেট সেটে সিন্ধুকে হারিয়েছিলেন জিয়াও। তার বদলা নিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। তবে মুখোমুখি লড়াইয়ে এখনও এগিয়ে জিয়াও। ১৯ বারের মধ্যে ১০ বার জিতেছেন তিনি। সিন্ধু জিতেছেন ন’বার।

সিন্ধু জিতলেও হারতে হল সাইনাকে। দক্ষিণ কোরিয়ার কিম গা ইয়ুনের বিরুদ্ধে প্রথম সেট জেতার পরেও ম্যাচ জিততে পারলেন না তিনি। খেলার ফল সাইনার বিপক্ষে ২১-১৭, ১৭-২১, ১৪-২১।

Advertisement

পুরুষদের সিঙ্গলস প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে জিতেছেন ভারতের বি সাই প্রণীত ও পারুপল্লী কাশ্যপ। গুয়াতেমালার কেভিন কর্ডনকে ২১-৮, ২১-৯ গেমে হারিয়েছেন প্রণীত। ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ১৬-২১, ২১-১৬, ২১-১৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কাশ্যপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement