পিভি সিন্ধু।— ফাইল চিত্র
করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ বিরতির পরে আবার ফিরতে চলেছে ব্যাডমিন্টন। প্রথম বার কোর্টেও ফিরতে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়ালদেরও। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুর ফাইনালস-সহ ব্যাঙ্ককে আসন্ন তিনটি প্রতিযোগিতায় খেলবেন দেশের সেরা ব্যাডমিন্টন তারকারা।
অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের কথা মাথায় রেখে সোমবার ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা (বাই) আট সদস্যের দল ঘোষণা করেছে জানুয়ারিতে আয়োজিত হতে চলা ওই তিনটি প্রতিযোগিতার জন্য। সিন্ধু, সাইনা, বি সাই প্রণীত, কিদম্বি শ্রীকান্ত, সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি, চিরাগ শেট্টি, অশ্বিনী পোনাপ্পা এবং এন সিকি রেড্ডি প্রথমে ১২-২৭ জানুয়ারিতে হওয়া তাইল্যান্ড ওপেনে নামবেন। এর পরে তাইল্যান্ড ওপেন (১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি) এবং ২৭-৩১ জানুয়ারি ওয়ার্ল্ড টুর ফাইনালসে খেলবেন। ‘‘অদূর ভবিষ্যতে প্রতিযোগিতাগুলি স্বাভাবিক ভাবে শুরু হবে বলে একটা আশা তৈরি হচ্ছে। আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই তো গত ৭-৮ মাসে প্রতিযোগিতায় খেলতে পারেনি,’’ বলেছেন বাই-এর সচিব অজয় সিংহানিয়া। তিনি আরও যোগ করেছেন, ‘‘আমাদের খেলোয়াড়েরা শিবিরে প্রস্তুতি নিচ্ছে। পুরো শক্তির দল পাঠানোর উদ্দেশ্য অলিম্পিক্স বাছাই পর্বের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে যাতে সবাই ম্যাচ প্র্যাক্টিস পেতে পারে।’’