badminton

PV Sindhu: নতুন পরীক্ষা শুরু সিন্ধুদের

মেয়েদের সিঙ্গলসে সিন্ধু ছাড়া রয়েছেন আকর্ষী কাশ্যপ এবং উন্নতি হুডা। ডাবলসে এ বার বড় পরীক্ষা ভারতের নতুন মুখ তনিশা ক্রাস্তো,  শ্রুতি মিশ্র, সিমরন সিঙ্গি,
তৃষা জলিদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ০৮:৩৩
Share:

আকর্ষণ: উবের কাপে ভারতের বড় ভরসা সিন্ধু। ফাইল চিত্র

রবিবার ব্যাঙ্ককে শুরু হচ্ছে টমাস-উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সেই মঞ্চে ভারতীয় দলের প্রধান দুই ভরসা অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী
লক্ষ্য সেন।

Advertisement

টমাস কাপে এখনও কোনও ভারতীয় খেলোয়াড় পদক জিততে পারেননি। এক বারই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় দল। বরং মেয়েদের দলের সাফল্য এই মঞ্চে অনেক বেশি আশাজনক। এর আগে উবের কাপে ২০১৪ এবং ২০১৬ সালে শেষ চার পর্যন্ত পৌঁছে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মেয়েরা। গত বছর ছেলে এবং মেয়েদের দলের অভিযান শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই।

এ বার ভারতীয় পুরুষ দল অনেক বেশি শক্তিশালী। রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ন’নম্বরে থাকা ভারতের নতুন তারা লক্ষ্য সেন। তাঁর সঙ্গে রয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা কিদম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয়। তাঁরা অংশ নেবেন সিঙ্গলসে। ডাবলসে প্রধান ভরসা সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

Advertisement

মেয়েদের সিঙ্গলসে সিন্ধু ছাড়া রয়েছেন আকর্ষী কাশ্যপ এবং উন্নতি হুডা। ডাবলসে এ বার বড় পরীক্ষা ভারতের নতুন মুখ তনিশা ক্রাস্তো, শ্রুতি মিশ্র, সিমরন সিঙ্গি,
তৃষা জলিদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement