পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। ফাইল ছবি।
কোরিয়া ওপেনে ভারতীয়দের দাপট। মহিলা এবং পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত। কোয়ার্টার ফাইনালে পিছিয়ে থেকেও দুরন্ত জয় তুলে নিলেন সিন্ধু। শ্রীকান্তকে অবশ্য শেষ চারে পৌঁছতে লড়াই করতে হল তিন গেম।
প্রতিযোগিতার তৃতীয় বাছাই সিন্ধু প্রথম গেমেই ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন সপ্তম বাছাই তাইল্যান্ডের বুসানন ওংবাংরুংফানের বিরুদ্ধে। সেখান থেকেই খেলা ধরে নেন সিন্ধু। শেষ পর্যন্ত ২১-১০ ব্যবধানে প্রথম গেম দিতে নেন ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে বুসানন লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও তা সিন্ধুকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল না। প্রথমেই ৮-২ ব্যবধানে এগিয়ে যাওয়া বিশ্বের সাত নম্বর সিন্ধু গেম জেতেন ২১-১৬ পয়েন্টে। কোয়ার্টার ফাইনাল জিততে তিনি সময় নিলেন ৪৩ মিনিট।
অন্য দিকে পুরুষদের শেষ আটের লড়াইয়ে জয় পেলেন শ্রীকান্ত। তিনি দক্ষিণ কোরিয়ার সন ওয়ানহোকে হারালেন ২১-১২, ১৮-২১, ২১-১২ গেমে। প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে কিছুটা ছন্দ হারান বিশ্বের দ্বাদশ বাছাই শ্রীকান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরান স্থানীয় শাটলার। যদিও এক সময় দু’জনের পয়েন্টই ছিল ১৬। তৃতীয় গেমে ফের স্বমহিমায় ফেরেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী ভারতীয়।