ছন্দে: স্ট্রেট গেমে জিতলেন সিন্ধু। সামনে ইয়ামাগুচি। ফাইল চিত্র।
স্বমহিমায় পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত। অনায়াসে তাঁরা ইন্দোনেশিয়া মাস্টার্সের সেমিফাইনালে উঠলেন। একচেটিয়া দাপট দেখিয়ে সিন্ধু স্ট্রেট গেমে হারালেন তুরস্কের নেলসিহান ইগিতকে। ম্যাচের ফল ২১-১৩, ২১-১০। কম গেলেন না শ্রীকান্তও। পুরুষ বিভাগে শেষ চারে উঠলেন এইচ এস প্রণয়ের বিরুদ্ধে ২১-৭, ২১-১৮ জিতে।
এতটা একপেশে ভাবে শ্রীকান্ত জিতবেন ভাবা যায়নি। প্রথম গেমে বিপক্ষকে মাত্র সাত পয়েন্ট দেন। কে বলবেন, বৃহস্পতিবার প্রণয় চমকে দিয়েছিলেন টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে। অবিশ্বাস্য ভাবে, শ্রীকান্তের বিরুদ্ধে প্রথম গেমে তিনি দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় গেমে কিছুটা লড়েছিলেন। কিন্তু সেটা বিশ্বের প্রাক্তন এক নম্বরকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল না।
পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর জিততে লেগেছে মাত্র ৩৫ মিনিট। তুরস্কের অবাছাই প্রতিপক্ষ কোনও প্রতিরোধ গড়তে পারেননি। এই নিয়ে ভারতীয় তারকা ইগিতের বিরুদ্ধে চার বার খেলেই জিতলেন। গত মাসে ডেনমার্ক ওপেনেও সিন্ধু তাঁকে হারান একই রকম দাপট নিয়ে। দু’টি অলিম্পিক্স পদক পাওয়া ভারতীয় তারকা এখনও পর্যন্ত এখানে সহজ প্রতিপক্ষ পেয়েছেন। কিন্তু সেমিফাইনালে কাজটা কঠিন। সিন্ধুকে খেলতে হবে শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। যিনি পঞ্চম বাছাই পরনোপাউই চোচুয়োংয়কে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। ক্রমতালিকায় তিন নম্বরে থাকা জাপানি তারকার বিরুদ্ধে ১২ বার সিন্ধু জিতেছেন। হার সাত বার। শুধু তাই নয়, এ’বছর দু’বারই তাঁকে হারিয়েছেন। তাই গোপীচন্দের প্রাক্তন ছাত্রীকে নিয়ে ব্যাডমিন্টন মহল একই রকম প্রত্যয়ী।