সিন্ধু

লক্ষ্য অলিম্পিক পদক, জোরদার প্রস্তুতি সিন্ধুর

করোনাভাইরাসে গোটা বিশ্ব স্তব্ধ থাকলেও বাড়়িতে অনুশীলনে ব্যস্ত ছিলেন সিন্ধু।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:২৭
Share:

ইংল্যান্ডে ক্রিসমাস পালন সিন্ধুর। ছবি টুইটার

নতুন করে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় তাইল্যান্ডে দুটি টুর্নামেন্ট খেলা এখনও অনিশ্চিত পিভি সিন্ধুর। কিন্তু তা বলে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখছেন না তিনি। লক্ষ্য একটাই, অলিম্পিক পদক।

Advertisement

সংবাদ সংস্থাকে সিন্ধু বলেছেন, ‘‘খুব ভাল ট্রেনিং করছি। টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে রয়েছি। প্রস্তুতির জন্য এখনও অনেক সময় রয়েছে। তাইল্যান্ডে খেলার সুযোগ পেলে নিজের সেরাটাই দেব। অলিম্পিকের জন্যেও প্রস্তুতি ভালই চলছে। পদক পেতে বাকিদের মতো আমি নিজের ১০০ শতাংশ দেব।”

সিন্ধুর সংযোজন, “অলিম্পিকে পদক পেতে আমি বদ্ধপরিকর। সেই জন্য কঠোর পরিশ্রমও করছি। এক একটা ধাপ ধরে ধরে এগোতে চাইছি। অলিম্পিক সবসময়েই কঠিন। কিন্তু আমাকে সেরা পারফরম্যান্স করতেই হবে।”

Advertisement

আরও খবর: প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো

আরও খবর: চোট, বলিউডে ব্যর্থতা, মদ্যপান, রিহ্যাব কাটিয়ে ফের ক্রিকেটে সলিল আঙ্কোলা

করোনাভাইরাসে গোটা বিশ্ব স্তব্ধ থাকলেও বাড়়িতে অনুশীলনে ব্যস্ত ছিলেন সিন্ধু। বিমান চলাচল শুরু হতেই অতিরিক্ত অনুশীলনের জন্য পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে। এখনও সেখানেই রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement