Cricket

দলে তিন পেসার? দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রিচার্ড হ্যাডলির দেশে কেমন খেলে ভারত, সে দিকে তাকিয়ে সবাই। প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ। দেখে নিন তা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৮:৩০
Share:
০১ ১২

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এ বার নিউজিল্যান্ডের মাঠে অগ্নিপরীক্ষা বিরাট কোহালির দলের। শুক্রবার ইডেন পার্কে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। রিচার্ড হ্যাডলির দেশে কেমন খেলে ভারত, সে দিকে তাকিয়ে সবাই। প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে চলেছে ভারতের প্রথম একাদশ। দেখে নিন তা।

০২ ১২

রোহিত শর্মা— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ‘হিটম্যান’। অজিদের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে ম্যাচে সফল না হলেও সিরিজ নির্ণায়ক ম্যাচে দুরন্ত শতরান করে ছন্দে ফেরেন তিনি। সেই ছন্দ নিয়ে কিউয়িদের বিরুদ্ধে ব্যাট করতে নামবেন রোহিত। তাঁর দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
০৩ ১২

লোকেশ রাহুল— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করতে হয়েছিল লোকেশ রাহুলকে। তাঁর বিভিন্ন ব্যাটিং স্লট নিয়ে বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তন ক্রিকেটার ভারতীয় টিম ম্যানেজেমেন্টের সমালোচনা করেছিলেন। বলেছিলেন, ধোনির সময়ে ভারতীয় ব্যাটিং অর্ডার ঘন ঘন বদল করা হত না। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সফল হন রাহুল। কিউয়িদের বিরুদ্ধে অবশ্য অন্য লড়াই রাহুলের। রোহিতের সঙ্গে ওপেন করবেন তিনি। এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল সেরে ফেলবেন রাহুল।

০৪ ১২

বিরাট কোহালি — ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে পছন্দের তিন নম্বর জায়গায় ব্যাট করতে নামেননি বিরাট কোহালি। তা নিয়ে কম সমালোচনা হয়নি। রাজকোটের দ্বিতীয় ওয়ানডে-তে তিন নম্বরে নেমে ৭৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন কোহালি। বেঙ্গালুরুর তৃতীয় ম্যাচে করেন ৮৯ রান। ভারত অধিনায়ককে কিউয়ি বোলাররা কীভাবে সামলান, সেটাই এখন দেখার।

০৫ ১২

শ্রেয়স আইয়ার — নিজেকে ব্যাটিং অর্ডারে প্রতিষ্ঠা করাই লক্ষ্য শ্রেয়স আইয়ারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিউয়িদের বিরুদ্ধে তিনি কেমন খেলেন, সে দিকেই নজর সবার।

০৬ ১২

মণীশ পাণ্ডে — মণীষ পাণ্ডের ব্যাটের হাত ভাল। টি টোয়েন্টিতে যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর কাছ থেকে রান চাইছে টিম ম্যানেজমেন্ট।

০৭ ১২

ঋষভ পন্থ — একের পর এক সিরিজ যাচ্ছে পন্থ সাফল্যের মুখ দেখছেন না। ব্যর্থ হয়েই থেকে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্যাট কামিন্সের বল তাঁর মাথায় এসে আঘাত করে। তার পরে আর খেলতে পারেননি পন্থ। উইকেটের পিছনে দাঁড়ান লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন সফরে পন্থের দিকেই নজর থাকবে সবার।

০৮ ১২

রবীন্দ্র জাদেজা— রবীন্দ্র জাডেজা বিরাট কোহালির দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও দারুণ করেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে জাদেজার কাছ থেকে দারুণ পারফরম্যান্স চাইছে দল।

০৯ ১২

শার্দুল ঠাকুর— নিউজিল্যান্ডের পিচ সিম বোলারদের কাছে আদর্শ। শার্দুল ঠাকুরের কাছে প্রত্যাশা অনেক।

১০ ১২

কুলদীপ যাদব— অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সুবিধা করতে পারেননি কুলদীপ। ১০ ওভারে দেন ৫৫ রান। কুলদীপ নিজেও জানেন যে, তাঁর কাছে মাঝের ওভারে উইকেট চাইছে দল। দ্বিতীয় ওয়ানডেতে দু’টি উইকেট নেন জাদেজা। ১০ ওভারে ৬৫ রান অবশ্য দিয়েছেন। রান দিয়ে ফেলছেন তিনি। তৃতীয় ম্যাচেও ৬২ রান খরচ করেন তিনি। কিউয়িদের বিরুদ্ধে ফের পরীক্ষা কুলদীপের।

১১ ১২

মহম্মদ শামি— ঘরের মাঠে আগুন জ্বালিয়েছেন। নিউজিল্যান্ডের সিম বোলিং সহায়ক পিচে শামি যে ব্যাটসম্যানদের বেগ দেবেন তা বলাই বাহুল্য।

১২ ১২

যশপ্রীত বুমরা— ফিরে আসার পরে অজিদের বিরুদ্ধে চেনা ফর্মে ধরা দেননি বুমরা। কিউয়িদের ঘরের মাঠে বুমরা আগুন জ্বালাবেন, এমনটাই বিশ্বাস ভারতের সমর্থকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement