Prithvi Shaw

অনিশ্চিত পৃথ্বী, নেটে নজরে গিল

পৃথ্বীর বাঁ পায়ের পাতা ফুলে রয়েছে। বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৬
Share:

পৃথ্বী শ। —ফাইল ছবি

পৃথ্বী শয়ের খারাপ সময় যেন পিছু ছাড়তেই চাইছে না। ডোপ কেলেঙ্কারির জন্য নির্বাসিত থাকার পরে যা-ও বা ভারতীয় দলে ফিরলেন, রানের দেখা নেই। তার উপর ভারতীয় ওপেনার চোটের জন্য শনিবার ভারতীয় সময় ভোরে শুরু ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত।

Advertisement

পৃথ্বীর বাঁ পায়ের পাতা ফুলে রয়েছে। বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর, পৃথ্বীর রক্ত পরীক্ষা করে দেখা হবে কেন পায়ের পাতা ফুলে রয়েছে। তার পর শুক্রবারের অনুশীলনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর ব্যাপারে। তবে এ দিন ভারতীয় দলের অনুশীলন দেখে মনে হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার এবং তৃতীয় ওপেনার শুভমন গিলকে তৈরি রাখা হচ্ছে। শুভমন বেশ ভাল ব্যাট করেছেন নেটে। আর তাঁর দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন হেড কোচ রবি শাস্ত্রী। একটা সময়ে শুভমনের কাছে গিয়ে শাস্ত্রীকে পরামর্শ দিতেও দেখা যায়। উপরে তুলে তুলে শট খেলছিলেন তরুণ ব্যাটসম্যান। সম্ভবত মাটিতে বল রাখার পরামর্শই দেন শাস্ত্রী।

ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে পৃথ্বী করেছিলেন যথাক্রমে ১৬ এবং ১৪। কোহালি তার পরেও বলে যান, পৃথ্বীর দক্ষতায় আস্থা রয়েছে তাঁদের। পৃথ্বীর ইতিবাচক ভঙ্গির সমর্থক কোহালি। তাই সুস্থ হয়ে গেলে ভারত অধিনায়ক তাঁকেই খেলানোর পক্ষে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। নিউজ়জিল্যান্ডের টম লাথাম আবার কোহালিকে থামানোর নতুন রণনীতির কথা শুনিয়ে গেলেন এ দিন। দু’দিকে বল ‘মুভ’ করিয়েই তাঁকে সমস্যায় ফেলা যেতে পারে বলে তাঁর মত। নিউজ়িল্যান্ডের বাউন্সার বিশেষজ্ঞ নিল ওয়্যাগনার যদিও বলে গিয়েছিলেন, শর্ট বল করেই কোহালিকে

Advertisement

সমস্যায় ফেলতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement