Shubman Gill

দুই ইনিংসেই ব্যর্থ, পৃথ্বীর জায়গায় শুভমনকে দলে নেওয়ার দাবি

চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। সেই সুযোগে প্রথম এগারোর দরজা খুলেছিল পৃথ্বীর সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না তিনি। বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দুই ইনিংসে করলেন যথাক্রমে ১৬ ও ১৪।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৮
Share:

আউট, ড্রেসিংরুমে ফিরছেন পৃথ্বী। রবিবার ওয়েলিংটনে। ছবি টুইটার থেকে নেওয়া।

ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ পৃথ্বী শ। ফলে, দ্বিতীয় টেস্টে তাঁকে বসিয়ে শুভমন গিলকে খেলানোর দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। সেই সুযোগে প্রথম এগারোর দরজা খুলেছিল পৃথ্বীর সামনে। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না তিনি। বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দুই ইনিংসে করলেন যথাক্রমে ১৬ ও ১৪। এই অবস্থায় স্কোয়াডে থাকা শুভমন গিলকে দলে অন্তর্ভুক্তির দাবি তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। ২৯ ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে ভারতীয় দলে পৃথ্বীকে বসিয়ে শুভমনকে খেলানোর ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সরব নেটাগরিকরা।

আরও পড়ুন: কেরিয়ারে ১১তম পাঁচ উইকেট, ইশান্ত ছুঁলেন ভারতের বাঁহাতি পেসারের রেকর্ড​

Advertisement

আরও পড়ুন: ‘পরিস্থিতি যা-ই হোক না কেন, নিজেকে বলি, পারতেই হবে’

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের আগে ক্রিকেটমহলে চর্চা চলছিল যে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ইনিংসে ওপেন করতে কে যাবেন, পৃথ্বী নাকি শুভমন। নিউজিল্যান্ডে এসে ভারত ‘এ’ দলের হয়ে রীতিমতো ধারাবাহিক ছিলেন শুভমন। ডাবল সেঞ্চুরিও করেছিলেন। সার্বিক ভাবে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ইনিংসে ৭৩.৫৫ গড়ে ২১৩৩ রান রয়েছে শুভমনের। আগামী দিনের তারকা হিসেবেও চিহ্নিত হচ্ছেন তিনি। অন্যদিকে, পৃথ্বী তিন ম্যাচের একদিনের সিরিজের পর প্রথম টেস্টেও হতাশ করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement