প্রতিবাদ: কালো ব্যান্ড পরে সাক্ষী, বিনেশ ও বজরং। পিটিআই Sourced by the ABP
জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা সাত মহিলা কুস্তিগিরের মধ্যে এক মাত্র নাবালিকা ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান দিয়েছেন। দিল্লি পুলিশের সদর দফতরের এক কর্তা সেই খবর জানান। বাকি ছয় মহিলা কুস্তিগিরের বয়ান এখনও রেকর্ড হয়নি।
তারই পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এ দিন বিসিসিআই, জাতীয় কুস্তি সংস্থা-সহ বেশ কয়েকটি জাতীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে অবিলম্বে আভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করতে। এই কমিটি মহিলা খেলোয়াড়দের হেনস্থা নিয়ে পর্যালোচনা করবে।
এ দিকে, নয়াদিল্লির যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাওয়া প্রতিবাদী কুস্তিগিরেরা এ দিন ‘কালা দিবস’ পালন করলেন। বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ প্রতিবাদী কুস্তিগিররা মাথায় ও হাতে কালো ব্যান্ড পরেন। বজরং বলেছেন, ‘‘আমরা কালা দিবস পালন করছি।’’