Prasun Banerjee

‘খেলা হবে’ স্লোগান তাঁরই, দাবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

রাজনৈতিক নেতাদের ভাষা নিয়েও মুখ খোলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ২৩:১৫
Share:

ফাইল চিত্র।

২০২১-এর বিধানসভা নির্বাচনে যে ‘খেলা হবে’ স্লোগান শোনা যাচ্ছে, তার শ্রষ্টা তিনি, এমনটা দাবি করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণ সভায় এসে প্রাক্তন ফুটবলার, সাংসদ প্রসূন বলেন, ‘‘আমিই প্রথম ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলাম। তবে তা ভাল অর্থেই দিয়েছিলাম। এই স্লোগানের মধ্যে খারাপ কিছু নেই।’’

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন, মনে করছেন প্রসূন। তিনি বলেন, ‘‘আমি লোকসভায় তৃণমূলের সদস্য হিসেবে বলছি না, সাধারণ মানুষ হিসেবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানুষ চায়। যে কাজ তিনি করেছেন তার ভিত্তিতেই এই জনপ্রিয়তা। যতদিন উনি বেঁচে থাকবেন, ততদিন উনিই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন বলে আমার বিশ্বাস।’’

দলবদল করা নেতাদের আরও একবার আক্রমণ করেন তিনি। বলেন, ‘‘আমার মনে হয়, যাঁরা জনপ্রতিনিধি, ভোটদাতাদের প্রতি তাঁদের কিছু দায়িত্ব থাকে। নির্বাচনের আগে সেই দায়বদ্ধতার কথা মাথায় না রেখে অন্য দলে চলে যাওয়া মানে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া। এখন দলবদলের খেলা দেখলে লজ্জিত হতে হয়।’’

Advertisement

রাজনৈতিক নেতাদের ভাষা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, ‘‘যে ভাষা প্রয়োগ করছেন নেতারা, তাতে লজ্জিত হই। অন্য পেশার লোকেদের আরও বেশি করে রাজনীতিতে আসা দরকার। রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। তা ঠিক করা দরকার। আমলাদেরও রাজনীতিতে আসা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement