টিকা নিচ্ছেন কপিল দেব। ছবি টুইটার
করোনার টিকা নিলেন কপিল দেব। তিনি হলেন তৃতীয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি করোনার টিকা নিলেন। এর আগে করোনার টিকা নিতে দেখা গিয়েছে মদন লাল এবং রবি শাস্ত্রীকে। মদন লালের মতো কপিলও রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। শাস্ত্রী টিকা নিয়েছেন আমদাবাদে।
১ মার্চ থেকে দেশজুড়ে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের উপরে থাকা কো-মরবিড রোগীদের জন্য দেশব্যপী টিকা দেওয়া চালু করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কপিল। রাজধানীর একটি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছে। এখন সুস্থই আছেন। গল্ফ খেলাতেও ফিরেছেন।
দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। ৫২৪৮ রানের পাশাপাশি নিয়েছেন ৪৩৪টি উইকেট। ২২৫টি একদিনের ম্যাচে নিয়েছেন ২৫৩টি উইকেট। একদিনের ক্রিকেটে ব্যাট হাতে করেছেন ৩৭৮৩ রান।