ATK Mohun Bagan

ATK Mohun Bagan: রয় কৃষ্ণর জন্মদিনে এটিকে মোহনবাগান ছাড়ার ইঙ্গিত দিলেন প্রবীর

সূত্রের খবর, দলে সুযোগ না পাওয়ায় এটিকে মোহনবাগান থেকে ‘রিলিজ’ চাইতে পারেন প্রবীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১০:৫১
Share:

প্রবীর দাস টুইটার

এটিকে মোহনবাগানে নাও থাকতে পারেন প্রবীর দাস। শহরে থাকা সতীর্থ রয় কৃষ্ণর জন্মদিনে ফিজি তারকার সঙ্গে দেখা করে ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিলেন প্রবীর। নেটমাধ্যমে করা ভিডিয়োতে এই বার্তা দেন প্রবীর।

Advertisement

সোমবার রয় কৃষ্ণর সঙ্গে দেখা করে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রবীর। সেই সময়ে ভিডিয়ো বর্তায় বাংলার এই ফুটবলার বলেন, ‘জানি না আর একসঙ্গে খেলব কি না। তবে রয়ের জন্মদিনে ওর সঙ্গে দেখা করতে চলে এলাম।’

সূত্রের খবর, দলে সুযোগ না পাওয়ায় এটিকে মোহনবাগান থেকে ‘রিলিজ’ চাইতে পারেন প্রবীর। একে একে সবুজ-মেরুন শিবির ছেড়েছেন প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচার্যরা। এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ যদি প্রবীরকে ছেড়ে দেন তবে সেই তালিকায় এ বার যোগ দিতে পারেন তিনিও।

Advertisement

শোনা যাচ্ছে, এসসি ইস্টবেঙ্গল তাঁকে সই করাতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এটিকে মোহনবাগান ছাড়লেও ট্রান্সফার ফি দিয়ে প্রবীরকে তারা নিতে চাইবে কি না সেটা নিয়েও প্রশ্ন থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement