PSG

Lioniel Messi: পিএসজি-র হয়ে প্রথম ম্যাচে নেমারের পরিবর্ত হিসাবে মাঠে নামলেন মেসি

রেইমসের বিরুদ্ধে প্রথমিক দলে ছিলেন মেসি। সেই মতোই, রবিবার মধ্য রাতে নেমার, এমবাপেদের সঙ্গে খেলতে নামলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ০২:১১
Share:

লিগ ওয়ানে অভিষেক মেসির। ছবি রয়টার্স।

অবশেষে পিএসজি-র জার্সি গায়ে খেলতে নামলেন লিয়োনেল মেসি। রবিবার রাতে রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার মহা তারকা। কিছুদিন আগেই পিএসজি কোচ মাউরিসিয়ো পোচেতিনো জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যাচে দলে থাকবেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি।

Advertisement

মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজি-র জার্সিতে নামতে উদগ্রীব তিনি।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সঁ জঁ-তে এসেছেন মেসি। আপাতত দু’বছরের জন্য নেমার-এমবাপেদের ক্লাবে খেলবেন তিনি। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। ২০২৪ সাল পর্যন্ত ৩০ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

রবিবার প্রথম ম্যাচে খেলতে নামলেও এর আগে দলের খেলা গ্যালারি থেকে উপভোগ করেছেন মেসি। গ্যালারিতে বসে সতীর্থদের জয় উপভোগ করেছিলেন । আর এবার মাঠে নেমে পড়লেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement