Gautam Gambhir

‘ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি আয়োজনের থেকে বায়ুদৃষণ অনেক গুরুত্বপূর্ণ ইস্যু’

ক্রিকেটের চেয়ে দূষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে করছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর কথায়, রাজধানীর সাধারণ মানুষের ক্ষেত্রেও দূষণ চিন্তার ব্যাপার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৭:৫৬
Share:

দূষণের নয়াদিল্লি। এই কারণেই টি-টোয়েন্টি আয়োজন নিয়ে উঠছে প্রশ্ন। ছবি: পিটিআই।

৩ নভেম্বর রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার কথা বিরাট কোহালির দলের। কিন্তু সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে বার বার উঠে আসছে নয়াদিল্লির বায়ুদূষণের প্রসঙ্গ।

আর এই ব্যাপারেই মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, “নয়াদিল্লিতে ক্রিকেট বা অন্য কোনও ম্যাচ আয়োজনের চেয়ে বায়ুদূষণ অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। এখানে যাঁরা বসবাস করেন, তাঁরা ক্রিকেট ম্যাচের চেয়ে দূষণের মাত্রা নিয়ে বেশি উদ্বিগ্ন। আর এটা শুধু অ্যাথলিটদের ক্ষেত্রেই প্রযোজ্য, এমন নয়। নয়াদিল্লির সাধারণ মানুষের ক্ষেত্রেও দূষণ চিন্তার ব্যাপার। এখানে ম্যাচ হওয়া বা না-হওয়া অত্যন্ত ছোট ব্যাপার।”

বর্তমানে সাংসদ গম্ভীরের মতে, “পুরো রাজধানীই কিন্তু দূষণের ফলে ভুগছে। বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, সকলেই এর শিকার। তাই দৃষণ কমানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। জেনেছি, আগের চেয়ে দূষণ কমেছে। এর জন্য কৃতিত্ব দিতে হবে এখানকার মানুষকে। কিন্তু দিল্লিবাসীদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি তাই ম্যাচ হল কি হল না, তা নিয়ে একেবারেই চিন্তিত নই। আশা করি, ম্যাচটা হবে। আর তা হওয়াই উচিত। কিন্তু দিল্লির মানুষ সারা বছরই এই সমস্যার মোকাবিলা করে। ম্যাচ আয়োজনের চেয়ে দূষণ অনেক বড় সমস্যা।”

Advertisement

আরও পড়ুন: বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বে মোমিনুল, টি-টোয়েন্টিতে নেতা মাহমুদুল্লাহ​

আরও পড়ুন: নির্বাসিত হওয়ার পর এমসিসি থেকে সরে দাঁড়ালেন শাকিব

Advertisement

ম্যাচের ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে কি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সতর্ক হওয়া উচিত? গম্ভীরের উত্তর, “সম্ভবত হ্যাঁ। যে আবহাওয়া সবার পক্ষেই উপযুক্ত, সেখানেই খেলা উচিত। সবার মধ্যে ক্রিকেটাররাও পড়ছে। দূষণের মাত্রা যদি সত্যিই বেশি হয়, তখন বিকল্প ভেন্যুর কথা ভাবাই যায়।” তবে এ বার নয়াদিল্লির দূষণের মাত্রা যে দিওয়ালির সময় গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম, তা জানিয়েছেন তিনি। গম্ভীর বলেছেন, “গত ছয় বছরের মধ্যে এ বার পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল। দিওয়ালির সময় এ বারই সম্ভবত তুলনায় দূষণের মাত্রা কম।” এই ব্যাপারে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রাক্তন বাঁ-হাতি ওপেনার।

এ দিকে, তিন তারিখের টি-টোয়েন্টি সরানোর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছেন পরিবেশবিদরা। তাঁরা বলেছেন, রাজধানীর দূষিত আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেললে ক্ষতি হবে ক্রিকেটারদেরই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement